শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাতক্ষীরার তালায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু,

সাতক্ষীরা প্রতিনিধি : [২] জেলার শুক্রবার ভোর রাতে নিজ বাড়িতেই তিনি মারা যান।

[৩] মৃত ব্যক্তি হলেন, তালা সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামের মৃত সরফুদ্দীন গাজীর ছেলে বজলুর রহমান গাজী (৫২)। পেশায় তিনি একজন মুদি ব্যবসয়িী।

[৪] স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বজলু গাজী। বৃহস্পতিবার সকালে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনাও দিয়ে আসেন। এরপর শুক্রবার ভোররাতেই নিজ বাড়িতে হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়ে তিনি মারা যান।

[৫] তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব সরদার জানান, তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট পাওয়া যায়নি। তিনি আরো জানান, বজলু গাজী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে, কি কারনে তিনি হঠাৎ মারা গেছেন তা তিনি জানতে পারেননি বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

[৬] এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪টি রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়