শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার পুঁজিবাজারের ক্রেস্ট সিকিউরিটিজ নামের ব্রোকারেজ হাউজ গুটিয়ে মালিক লাপাত্তা

ডেস্ক রিপোর্ট : ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের নাম মো. শহিদ উল্লাহ। তার মোবাইল নম্বরে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যাচ্ছে। এই ব্রোকারেজ হাউস আকস্মিক বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন এর মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। সঙ্কটকালে তাদের শেয়ার ও টাকা আটকে গেছে।

ক্রেস্ট সিকিউরিটিজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৬ সাল থেকে কাজ করছে তারা। ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় তাদের তিনটি অফিস আছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন কর্মকর্তা বলেন, “ক্রেস্ট সিকিউরিটিজ তাদের হেড অফিসসহ সমস্ত ব্রাঞ্চ অফিস বন্ধ করে দিয়েছে। তাদের দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যাচ্ছে না।”

নাম প্রকাশ না করার শর্তে আরেকটি ব্রোকারেজ হাউজের মালিক বলেন, “সম্ভবত দুরবস্থার কারণে এই সমস্যা হয়েছে।

“ব্যাংকের লোনের টাকা ফেরত দিতে পারছে না। বিনিয়োগকারীদের টাকাও আটকে গেছে। সব মিলিয়ে তারা (ক্রেস্ট) এ কাজ করেছে।”

মারুফ হোসেন নামে ক্রেস্ট সিকিউরিটিজের নারায়ণগঞ্জ শাখার একজন বিনিয়োগকারী বলেন, “আমার এবং আমার পরিবারের ৪টি বিও একাউন্ট আছে এই ক্রেস্ট সিকিউরিটিজে‌।

“এই খারাপ সময়ে আমি মহাবিপদে পড়ে গেলাম। টাকাটা দরকার হলে বের করতে পারব না। আমার মতো অনেক বিনিয়োগকারী বিপদে পড়ল।”

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক বলেন, “এই খবর পেয়ে আমরা তাদের লেনদেন বন্ধ করে দিয়েছি, তদন্ত শুরু করেছি। বাংলাদেশ ব্যাংককে আমরা জানিয়েছি।”

“বিনিয়োগকারীদের যেন কোনো সমস্যা না হয়, তারা তাদের টাকা কিভাবে পাবেন, সেগুলো আমরা দেখছি,” বলেন তিনি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মুখপাত্র মো. সাইফুর রহমান বলেন, “এ বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি, আমরা পরে বিষয়টি জানাতে পারব।”

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, ডিএসইতে ২৪৬ জন ট্রেক হোল্ডার বা ব্রোকার আছেন। যাদের মধ্যে ২৩৮ জন সক্রিয় রয়েছেন, অর্থাৎ লেনদেন করেন।

সুত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়