শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাইয়ে কয়েক লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন করবে সেরাম ইনস্টিটিউট

জেরিন আহমেদ: [২] গত এপ্রিল মাসে শুরু হওয়া ‘সিএইচএডিওএক্স১ এনসিওভি-১৯’ নামে পরিচিত অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম পর্যায়ের চিকিৎসাগত প্রয়োগ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পক্ষ থেকে গত ২২ তারিখ এ তথ্য জানানো হয়েছে।এছাড়া জুলাই মাসের প্রথম সপ্তাহেই সম্ভাব্য প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে। সূত্র: ডেইলি বাংলাদেশ, নিউজ ১৮

[৩] ভারতীয় সংবাদমাধ্যম এবিপি’র প্রতিবেদন থেকে জানা গেছে, পুণের সেরাম ইনস্টিটিউটের একজন কর্মকর্তা বলেন, প্রথম পর্যায়ের ফল আশানুরূপ হলে প্রথমে আমরা ২০-৩০ লাখ ডোজ উৎপাদন করব। পরে, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রক্রিয়া শেষ হলে, তখন বেশি পরিমাণে ভ্যাকসিন উৎপাদন করা হবে।

[৪] তিনি আরো জানান, প্রথম পর্যায়ের ফল ভালো হলে, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজ একসঙ্গে চলবে। তার আশা, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা শেষ হবে। এখন ব্রিটেনে করোনা সংক্রমণ কমে যাওয়ায় ভ্যাকসিনের পরীক্ষা চলছে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায়। তবে ভাইরাস মোকাবিলায় ভ্যাকসিনের দুটি ডোজ যে কার্যকর হবে সেই বিষয়ে নিশ্চিত অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ।

[৫] ভ্যাকসিনটি বাঁদরের ওপর পরীক্ষা করে দেখা গিয়েছে, ভ্যাকসিনের একটি ডোজ নিউমোনিয়া আটকে দিলেও, সংক্রমণ রুখতে পারেনি। যদিও, তাতে আশাহত নন গবেষকরা। এ বিষয়ে সেরাম ইনস্টিটিউটের ওই কর্মকর্তা জানান, বাঁদরগুলোর ওপর অত্যাধিক মাত্রায় ভাইরাসের ডোজ দেয়া হয়। সেখানে ভ্যাকসিনের একটিমাত্র ডোজ ব্যবহার করা হয়।

[৬] উল্লেখ্য, গত ৩০ এপ্রিল অক্সফোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে, করোনা অতিমারীর সময়, এই ভ্যাকসিনটিকে অলাভজনক ভাবে বাজারে ছাড়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়