শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ১০ কোটি টাকা বিশেষ অনুদান

বাশার নূরু : [২] করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান,শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিশেষ অনুদান হিসেবে ১০ কোটি টাকা মঞ্জুরি দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থ বিভাগের সম্মতির পর বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয় এই অনুদানের আদেশ জারি করে।

[৩] শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই অনুদান থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য ছয় কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি এই টাকা শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে।

[৪] মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য ছয় কোটি টাকা আর্থিক অনুদান শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রছাত্রীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মঞ্জুর দেওয়া হলো। একইভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অনুদান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ৩০০ শিক্ষককে ২০ হাজার করে অর্থ বরাদ্দ দেওয়া হয়।

[৫] ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ৩ হাজার ১৫১ জন শিক্ষার্থীকে ৫ হাজার করে, নবম ও দশম শ্রেণির ২ হাজার ২৫০ জন শিক্ষার্থীকে ৫ হাজার করে, একাদশ ও দ্বাদশ শ্রেণির এক হাজার ৫০০ শিক্ষার্থীকে ৬ হাজার করে, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির এক হাজার ২৮৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

[৬] কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষককে ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের ৫ হাজার ৯৯১ জন ছাত্রছাত্রীকে ৩ থেকে ৭ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

[৭] করোনার কারণে এই বরাদ্দ কিনা তা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘প্রতিবছরই আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অনুদান দিয়ে থাকি। তবে কারোনার কারণে এবার সংশোধিত বাজেটে এই অর্থ বাড়ানো হয়েছে।’সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়