শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাণ্ডারিয়ায় করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু, শনাক্ত ৪

ভাণ্ডারিয়া প্রতিনিধি: [২] আবুয়াল আহসান মালকার (৬২) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের করোনা উপসর্গে মৃত্যু ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সে উপজেলার পশারিবুনীয়া গ্রামের মৃত মো.জেন্নাত আলী মালকার এর ছেলে।

[৩] ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলী আজিম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আবুয়াল আহসান গত কয়েকদিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ভাণ্ডারিয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত পৌনে আটটার দিকে তাকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং এর কিছুক্ষণ পরই সে মারা যান।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, মৃত ওই স্কুল শিক্ষকের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান,ভাণ্ডারিয়ায় এপর্যন্ত সাতজন লোক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

[৫] এদিকে নতুন করে আরো ৪ জন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এদের দুইজনের বাড়ি ভাণ্ডারিয়া পৌর শহরে এবং ১ জন নদমূলা শিয়ালকাঠী এলাকায় এবং অপরজন ইকড়ি ইউনিয়নের বাসিন্দা।

[৬] উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, ১৭ জুন এদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদের বাড়িতে আলাদা করে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে এবং এদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়