শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে রাস্তা বন্ধ করে অসম্ভবকে সম্ভব করলেন অনন্ত জলিল!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: [২] ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ’ বিজ্ঞাপনের এ সংলাপটির বাস্তবায়ন করলেন জনপ্রিয় চিত্র নায়ক ও এজেআই গ্রুপের কর্ণধার এমএ জলিল অনন্ত। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে সরকারি অর্থায়নে নির্মিত জনচলাচলের রাস্তার ইট উপড়ে ফেলে বাউন্ডারি দেয়াল নির্মাণ করায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। দীর্ঘদিনের পুরনো এ রাস্তাটি বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন ওই এলাকার হাজারো মানুষ।

[৩] বুধবার (২৪ জুন) সরেজমিনে দেখা যায়, ধল্লা মধ্যপাড়া ক্বারী আব্দুল আলী পীর সাহেবের বাড়ি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হয়ে ধল্লা উচ্চ বিদ্যালয়, মাদরাসা, কবরস্থান ও বাজারে যাতায়াতের রাস্তটি ভেঙ্গেঁ দেয়াল নির্মাণ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে।

[৪] এলাকাবাসীর অভিযোগ, এর আগে গত ২৯ জানুয়ারি অনন্ত জলিলের সশস্ত্র আনসার বাহিনী ওই রাস্তার কিছু অংশের ইট উপড়ে ফেললে জনগনের বাধাঁর মুখে পিছু হটে তারা। পরবর্তীতে নায়ক অনন্ত জলিল ঘটনাস্থলে এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশের উপস্থিতিতে জনচলাচলের এ রাস্তাটির ওই অংশে ফুট ওভার ব্রীজ করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

[৫] এদিকে, ৬ মাস না যেতেই চলমান করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে গত ১৮ জুন অনন্ত জলিলের লোকজন দু’পাশে দেয়াল নির্মাণ করে রাস্তাটি একেবারে বন্ধ করে দেন। ওই এলাকার বাসিন্দা সাবেক উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আমজাদ হোসেন খান, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইসহাক খান, রহুল আমীন মাষ্টার,আব্দুর রহমান মাষ্টার, আব্দুল ওয়াহেদ মিয়া ও হাজী নাঈমুর রহমান তকছের ক্ষোভের সঙ্গে বলেন, যুগ যুগ ধরে আমরা এ রাস্তাটি ব্যবহার করে আসছি। দেড় বছর আগে গুরত্বপূর্ণ এ রাস্তাটি সরকারি বরাদ্দে ইটের সলিং করা হয়। রাস্তাটি বন্ধ করে দেয়ায় আমরা পড়েছি চরম দুর্ভোগে।

[৬] খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালে এমএ জলিল অনন্ত ধল্লা মৌজায় বৃদ্ধাশ্রম করার জন্য ২০ বিঘা জমি ক্রয় করেন। বন্ধ করা রাস্তাটি তার ক্রয়কৃত জমির ওপর ছিল। রাস্তাটিতে ২০১৭ সালে টিআর প্রকল্পের আওতায় ১ লাখ ৪০ হাজার টাকা ব্যয় করে মাটি ভরাট করা হয়। পরবর্তীতে ২০১৭-১৮ অর্থবছরে এলজিএসপি প্রকল্পের অধীনে ২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ইটের সলিং করা হয়। এতে রাস্তার গুরুত্ব আরো বেড়ে যায়।

[৭] স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আনিছ মিয়া বলেন, পুরনো এ রাস্তাটি সরকারি বরাদ্দে কাজ হলেও বন্ধের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ থাকায় আমরা প্রতিবাদ করিনি। অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের দায়িত্বশীল কর্মকর্তা আবু তাহের রাস্তা বন্ধ প্রসঙ্গেঁ জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলার পরামর্শ দেন।

[৮] সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, বিকল্প রাস্তার প্রতিশ্রুতিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জমির মালিক রাস্তা বন্ধ করে দিয়েছে।

[৯] জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, সরকারি বরাদ্দে নির্মিত রাস্তা বন্ধের বিষয়টি আমার জানা নেই। স্থানীয় লোকজনের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়