শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিহ বিভাগে করোনায় মোট শনাক্ত ২, ৬৮৭, মৃত্যু ৩১ জনের

ময়মনসিংহ প্রতিনিধি: [২] সারাদেশে ক্রমেই করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সারা দেশের ন্যায় ময়মনসিংহ বিভাগেও প্রতিদিনেই রেকর্ড সংখ্যক আক্রান্তের পাশাপাশি দীর্ঘ হচ্ছে লাশের সারি। যে কারণে মানুষের নমুনা পরীক্ষার চাপও বাড়ছে।
ময়মনসিংহ বিভাগে নতুন করে ১১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৮৭ জনে। বুধবার (২৪জুন) সকালে ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

[৩] স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ৬৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১১ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলায় ২৭ জন, নেত্রকোনা জেলায় ৮৪ জন, জামালপুর ও শেরপুর জেলার কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

[৪] বিভাগের মধ্যে ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ১ হাজার ৪৯৮ জন। এ ছাড়া নেত্রকোনায় ৪৬৮, জামালপুরে ৫০৩ জন ও শেরপুরে ২১৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। বিভাগে মোট শনাক্ত ২ হাজার ৬৮৭ জনের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন।

[৫] ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক আবুল কাশেম জানান, করোনা প্রতিরোধ করতে হলে সামাজিক দূরত্বেও পাশাপাশি অবশ্যই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়