শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে সাড়ে তিনশত জনের করোনা শনাক্ত  : কুলাউড়ায় পুলিশসহ নতুন ৩জন শনাক্ত

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: [২] মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ এ
শনাক্তের সংখ্যা সাড়ে তিনশত ছাড়িয়েছে। নতুন করে মঙ্গলবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

[৩] মঙ্গলবার (২৩ জুন) রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৩৫৫ জনের করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে ।

[৪] তিনি জানান, মৌলভীবাজারে ২৩ জন করোনা পজেটিভ নতুন পাওয়া গেছে। এদের মধ্যে সদর উপজেলার ১২ জন, রাজনগর ৩ জন, কুলাউড়া ৩ জন, কমলগঞ্জ ১, শ্রীমঙ্গল ১ ও বড়লেখা ৩ জন।

[৫] জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৫৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১১৮ জন। মৃত্যুবরণ করেছেন ৪জন।

[৬] অন্যদিকে, কুলাউড়ায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ৩ জনের করোনা (কোভিড-১৯) রিপোর্ট
পজেটিভ এসেছে।

[৭] মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক।

[৮] নতুন আক্রান্ত তিন জনের মধ্যে একজন কুলাউড়া থানার পুলিশ কনস্টেবল, আরেকজন পৃথিমপাশা ইউনিয়নের ইটাহরি এলাকার বাসিন্দা এবং তৃতীয়জন কর্মধা ইউনিয়নের মনসুরপুর এলাকার।

[৯] এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। এদের মধ্যে ৩০ জন করোনামুক্ত হয়েছেন। জেলায় নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনের করেছে প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়