শিরোনাম
◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবচেয়ে বেশি ধূমপায়ী দেশ জর্ডান: জরিপ

ডেস্ক রিপোর্ট : [২] বিশ্বে সবচেয়ে বেশি ধূমপান হয় জর্ডানে। দেশটির প্রতি ১০ জন পুরুষের মধ্যে ৮ জনের বেশি পুরুষ নিয়মিত ধূমপান করেন বা ই-সিগারেটের মত নিকোটিনজাতীয় পণ্য গ্রহণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে গত বছর করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

[৩] জরিপ অনুসারে, গড়পড়তায় জর্ডানের একজন ধূমপায়ী পুরুষ দিনে ২৩টি সিগারেট পান করেন। নতুন এ তথ্যের হিসাবে, বিশ্বের মধ্যে শীর্ষ ধূমপায়ী দেশ হয়ে উঠেছে জর্ডান। এর আগে এ স্থানে ছিল ইন্দোনেশিয়া। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

[৪] জরিপটি উদ্ধৃত করে খবরে বলা হয়, ই-সিগারেট ও অন্যান্য ধূয়াহীন পণ্য বাদ দিলেও ৬৬ শতাংশ জর্ডানিয়ান পুরুষ ও ১৭ শতাংশ নারী নিয়মিত ধূমপান করেন। এদিকে, জর্ডানের বিপরীত চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কিছু ইউরোপীয় দেশে।

[৫] সেদেশগুলোয় গত তিন দশক ধরে দ্রুত কমছে ধূমপানের হার। ধারণা করা হচ্ছে, তামাকজাত পণ্যগুলোর উপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির জন্য এ হার কমেছে। শিল্প বিশ্লেষক ও জনস্বাস্থ্যকর্মীরা জানান, বড় বড় তামাকজাত প্রতিষ্ঠানগুলোর প্রভাবের কারণে জর্ডানে ধূমপানের হার বেড়েছে। দেশটির সরকার তুলনামূলকভাবে তাদের অধিকতর সুযোগ দিচ্ছে। অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পরিস্থিতিও অনেকটা এরকমই।

[৬] আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের জনস্বাস্থ্য বিষয়ক অধ্যাপক রিমা নাক্কাশ বলেন, ধনীদেশগুলোতে যেমন তামাকজাত প্রতিষ্ঠানগুলো যেমন রাজনৈতিক ক্ষমতা খাটাতে পারে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতেও একইরকম ক্ষমতাই খাটিয়ে থাকে। কিন্তু নিম্ন আয়ের দেশগুলোয় স্বচ্ছতার ঘাটতির কারণে তাদের সফলতার হার বেশি। প্রতিষ্ঠানগুলো সেখানে আড়ালে বেশি কাজ করার সুযোগ পায়।মানবজমিন, ডয়চে ভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়