শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র করোনায় আক্রান্ত!

হারুন-অর-রশীদ : [২] এবার ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা ও ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

[৩] ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোঃ ছিদ্দীকুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

[৪] তিনি জানান, মঙ্গলবার ফমেকের পিসিআর ল্যাবরেটরীতে ৩৭৬ টি নমূনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩২ জনের করোনা পজিটিভ এসেছে।

[৫] করোনা পজিটিভ আসা এই রোগীদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা এবং পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুও রয়েছেন বলে সিভিল সার্জন জানান। সোমবার ২২ জুন তাদের নমূনা সংগ্রহ করা হয়।

[৬] জেলার সরকারি ওই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, গত সোমবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন মৃধা। আর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু তার ঝিলটুলীস্থ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার। এছাড়া পৌর মেয়র শেখ মাহতাব আলীর মেথুর ড্রাইভার মোঃ আব্দুস সবুরও কোভিড-১৯ আক্রান্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এর আগে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নমূনা পরীক্ষার পর গত ১৯ জুন তিনি কোবিড-১৯ এ আক্রান্ত বলে রিপোর্ট আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়