শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়া পৌর মেয়র করোনায় শনাক্ত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হাজি মো. কামাল হোসেন শেখ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তার নিজ বাস ভবনে আইসোলেশনে আছেন। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে এ তথ্য পাওয়া গেছে। পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ তার সুস্থতার জন্য পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

[৩] দলীয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরে পৌরসভার নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ে। পৌর মেয়র কর্মহীন হয়ে পড়া এসব মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ ছাড়াও পৌরসভার বিভিন্ন স্থানে জীবণুনাশক স্প্রে করা, পৌরবাসীর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ নানা ধরনের সচেতনতামূলক কাজ করেন। অপরদিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্যসামগ্রী পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে বিতরণ করেন।

[৪] গত কয়েকদিন ধরে পৌর মেয়র জ্বর অনুভাব করলে গত রোববার তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। গত সোমবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য মেয়রের করোনা রিপোর্ট পজিটিভের কথা নিশ্চিত করে বলেন, মেয়র মহোদয় বর্তমানে তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। এ ছাড়াও তিনি শারীরিকভাবে সুস্থ আসেন। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়