শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-৫ আসন উপ-নির্বাচনে ক্লিনইমেজের প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ

সমীরণ রায় : [২] বার্ধক্যজনিত কারণে ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যান। ফলে গত ১০ মে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ২২ জুন ইসি আগামী নভেম্বরের মধ্যেই এ আসনে নির্বাচন কথা বলেছে। এতে করে মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও শরিক দলের অন্তত এক ডজন প্রার্থী ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে দক্ষ, শিক্ষিত, সৎ ও মেধাবী ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দিয়ে চমক দেখাতে চান চান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] জানা গেছে, ঢাকা-৫ আসনে দলীয় মনোনয়ন পেতে প্রতিদিন গভীর রাত পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাসা-অফিসে মনোনয়ন পেতে তদবির শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। নেতাদের মন জয় করতে আম-জাম, কাঁঠাল ও লিচুসহ মৌসুমী নানা ধরনের ফল নিয়ে যাচ্ছেন বাসায়। কিন্তু নেতাদের সাফকথা এবার ঢাকা-৫ আসনে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শক্তি জানান দিতে পাড়া-মহল্লায় তাদের পোস্টার ফেস্টুন লাগিয়ে মাঠে নেমেছেন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা।

[৪] ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রয়াত হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ১৪ দলের শরিক দল জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. শহীদুল ইসলামও আলোচনায় রয়েছেন।

[৫] নেহরীন মোস্তফা দিশি বলেন, মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়ানোর কারণে প্রধানমন্ত্রী তাকে দলীয় মনোনয়ন দেবেন।

[৬] হারুনুর রশিদ মুন্না বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছি। তাই দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি বিবেচনা করবেন।

[৭] মীর আব্দুস সবুর আসুদ বলেন, আমি দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। আশা করি আসনটি মহাজোটকে ছেড়ে দেবে। জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়