শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে সীমিত পরিসরে যশোমাধবের রথের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন

ধামরাই প্রতিনিধি: [২] করোনার তান্ডবে সামাজিক দূরত্বের পাশাপাশি প্রভাব পড়েছে ধর্মীয় আচার-অনুষ্ঠানেও। ফলে প্রশাসনের পরামর্শে স্থগিত করা হয়েছে এশিয়ার দ্বিতীয় ও দেশের সর্ব বৃহৎ যশোমাধবের ধামরাইয়ের ৪শত বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা। দেশের সর্ববৃহৎ ধামরাইয়ের রথযাত্রাও হাজার হাজার মানুষের সমাগম ও উৎসব এড়িয়ে গুটি কয়েক পুজারীর উপস্থিতে শুরু হয় আনুষ্ঠানিকতা। অতৃপ্তি নিয়ে এবার ধর্মীয় উৎসব পালন করছেন তারা।

[৩] দেশে-বিদেশ থেকে ভক্ত অনুরাগীরা ছুটে আসে পুণ্যের আশায়। তবে করোনার প্রভাবে আজ অনেকটাই নিশ্চুপ নি:শব্দে পালন হয়েছে দিনটি। প্রশাসেনর সঙ্গে আলোচনা শেষে সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে মঙ্গলবার সকাল থেকেই ধামরাইয়ের যশোমাধবের মন্দিরে সারাদিন ছিলো ধর্মীয় আচার-অনুষ্ঠান।

[৪] রথ টান না হলেও, ভক্ত-অনুরাগীদের ছাড়াই পূজারীরা যশোমাধবের রথে পূজার আনুষ্ঠানিকতা পালন করেন। আপেক্ষে থাকলেও, আগামীর প্রত্যাশায় বগবানের কাছে প্রার্থনা জানালেন পূজা কমিটির আয়োজকরা।

[৫] ভক্তরা জানান, রথ টানার সময় হাজার হাজার নর-নারীর উলুধ্বনির সেই আনন্দঘন মূহূর্ত নেই। অতৃপ্ত মন নিয়ে ভক্তরা ছুটে যাচ্ছেন মন্দিরে। পুণ্যের আশায় ধর্মীয় রীতি অনুযায়ী দেবতার জন্য চিনি কলা তুলে দিচ্ছেন পূজারীর হাতে।

[৬] শিশুরা জানায়, মাসব্যাপী উৎসবের মেলা নেই। দেখা যাবে না রথের টান। তাই আমাদের মন ভালো নেই। এবার আত্নীয়-স্বজনরাও আসবে না। তাদের সঙ্গে দেখা হবে না।

[৭] ধামরাই যশোমাধব রথযাত্রা উৎযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল জানান, অপেক্ষায় থাকলেও, আগামীর প্রত্যাশায় ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে পৃথিবীতে সুখ-শান্তি বিরাজ করে।

উল্লেখ, ১৯৭১ সালে পাক বাহিনী রথ পুড়িয়ে দিলে সে বছর ১ম বার ধামরাইয়ের এই ৪শ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। এবার করোনাভাইরাসের কারণে ২য় বারের মতো রথযাত্রা উৎসব আয়োজন স্থগিত করা হলো। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়