শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিএস’র ফল জানা হলো না ববি শিক্ষার্থীর

খোকন আহমেদ: [২] ৪০তম বিসিএস’র প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আবিদুল ইসলাম। কিন্তু সে অপেক্ষা আর ফুরাবে না কখনোই।

[৩] দুরারোগ্য স্কোলিওসিস সংক্রমণে বিসিএস’র ফলাফল আসার আগেই চলে গেলেন না ফেরার দেশে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল নগরীর ১২ নম্বর ওয়ার্ডস্থ নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে।

[৪] জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম সম্মান শ্রেণিতে ভর্তির পরপরই স্পষ্ট হতে থাকে তার স্কোলিওসিস রোগের। চিকিৎসকদের মতে, স্কোলিওসিস হচ্ছে মুলত জন্মগত রোগ। এটি মানবদেহের মেরুদন্ড বাঁকা করে ফেলে। বয়সের সাথে সাথে তা ক্রমাগত বাড়তে থাকে। এতে ফুসফুসে প্রভাব পরে। সঠিক চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু হয়।

[৫] আবিদুলের সহপাঠীরা জানান, রোগে আক্রান্ত হলেও অত্যন্ত মেধাবী ছিলেন আবিদুল ইসলাম। সে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাঁদা তুলে তার চিকিৎসার সহায়তাও করেছিলো। আবিদুল প্রত্যেকটি পরীক্ষায় ভালো ফলাফল করতেন। বর্তমানে স্নাতক শ্রেণিতে ছিলেন।

[৬] মেধাবী শিক্ষার্থী আবিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো.ছাদেকুল আরেফিন বলেন, আবিদুল ইসলাম ছিলো অত্যন্ত নম্র ও ভদ্র। তার মৃত্যুর মধ্যদিয়ে ববি হারালো এক মেধাবী শিক্ষার্থীকে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়