রায়হান রাজীব : [২] সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মানবপাচারের মতো গুরুতর অভিযোগ নিয়ে কুয়েতের সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তথাকথিত তদন্তের পর অভিযোগ ভিত্তিহীন বলে লিখিত প্রতিবেদন দিয়েছেন। আর আমাদের সরকার ও দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতেই আশ্বস্ত থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। সরকারের এধরনের উদাসীনতা একই সঙ্গে লজ্জার ও আশংকার।
[৩] তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের অবদানকে বিবেচনায় নিয়ে, দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে সরকার কঠোর অবস্থান নেবেন, স্পিকারের উদ্যোগে অন্তত খতিয়ে দেখা হবে এই ঘটনা সংসদের জন্য কতটুকু অবমাননাকর, আর এর প্রতিকারই বা কি- এমনটাই আশা করে টিআইবি। নাহলে একটি গণতান্ত্রিক দেশের অন্যতম মূল যে ভিত্তি তথা আইনের শাসন তা আরও ভুলুন্ঠিত হবে, রাজনীতি ও জনপ্রতিনিধিত্বে এসব অপরাধের আরও বিস্তার ঘটবে।
[৪] সংসদের মর্যাদা রক্ষায় দ্রুত কার্যকর তদন্ত ও কঠোর আইনি পদক্ষেপের দাবি টিআইবির। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে সংস্থাটি।