শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে ৩ ছিনতাইকারী আটক, মালামাল উদ্ধার

সাভার প্রতিনিধি: [২] সাভারে চাঞ্চল্যকর সপরিবারে ছিনতাইয়ের শিকার এক চাকুরিজীবীর মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের নয় দিন পর উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আটক করা হয়েছে তিন ছিনতাইকারীকে। মঙ্গলবার (২৩ জুন) ভোরে পৌর সভার গেন্ডা ও মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন, সাভারের গেন্ডা এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে আমিরুল (৩৫), মজিদপুর এলাকার খোরশেদ আলমের ছেলে শিপুল (২৮) ও একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে সাব্বির আহমেদ ঊষা (৩০)।

[৪] ভুক্তভোগী সোহানুর রহমান জানান, গত ১৩ জুন সন্ধ্যায় ভাড়া বাসার খোঁজে স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে গেন্ডা সিটিলেনের চুনু মিয়ার মালিকানাধীন বাড়িতে যান তিনি। পরে বাসা দেখে ফেরার পথে ৫-৬ জন অজ্ঞাত ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাকে মারধর করে তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া স্ত্রী ও শিশু কণ্যার গলায় থাকা প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় চিৎকারের চেষ্টা করলে প্রাণনাষের হুমকি দিয়ে তার মোটরসাইকেলটিও দ্রুত ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এঘটনার পর আজ পুলিশ মুঠোফোনে তার ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের বিষয়টি তাকে নিশ্চিত করেন।

[৫] সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক রনি জানান, ভুক্তভোগীর মালামাল ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরপরই তৎপরতা শুরু করেন তিনি। পরে ভুক্তভোগীর তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান নিশ্চিত হয়ে আজ ভোরে অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌর এলাকার গেন্ডা ও মজিদপুর থেকে তিন ছিনতাইকারীকে আটক ও তাদের কাছে থাকা ছিনতাইকৃত মালামাল মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ও স্বর্ণলংকার উদ্ধার করা হয়।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের পর অপরাধীদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়