শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় কোভিড-১৯ এ নতুন আক্রান্ত ১৩৬জন

বগুড়া প্রতিনিধি: [২] জেলায় গত ২৪ ঘণ্টায়, সরকারি বে-সরকারিভাবে ৮৮৭টি নমুনার ফলাফলে শিশুসহ আরও ১৩৬জন কেভিড-১৯ আক্রান্ত হয়েছে। এ নিয়ে অত্র জেলায় মোট ২ হাজার ৩৩০জন কেভিড-১৯ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় বগুড়ার স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় , ১০জুন ঢাকায় পাঠানো নমুনাসহ সরকারি বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ৮৮৭টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ঢাকায় পাঠানো ৫৪৮টি নমুনার মধ্যে ৩৩ জনের পজিটিভ এসেছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৩৮ জনের পজিটিভ এসেছে। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি পিসিআর ল্যাবে বগুড়ার ১৫১টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৬৫টি পজিটিভ এসেছে।

[৪] বগুড়ার সিভিল সার্জন ডা.গওসুল আজিম এ প্রতিবেদক-কে বলেন, ঢাকা, শজিমেক ও টিএমএসএস এর ফলাফলে পজিটিভ ১৩৬জনের মধ্যে সদরের ৮৩জন, সারিয়াকান্দিতে ৪জন, শাজাহানপুরে ১৪জন, শেরপুরে ৮জন, সোনাতলায় ২জন, গাবতলীতে ২জন, শিবগঞ্জে ১২জন, ধুনটে ১জন, কাহালুতে ৮জন এবং নন্দীগ্রামে নতুন ২জন কেভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

[৫] তিনি আর বলেন, বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি কেভিড-১৯ আক্রান্ত হন। তারপর থেকে ২২জুন পর্যন্ত জেলায় মোট ১৫ হাজার ৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ফলাফল এসেছে ১৩হাজার ৩০২ জনের। অত্র জেলায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ৩৬জন। এছাড়া আরও ২জন সুস্থ হওয়ায় এ জেলায় সুস্থ হয়েছেন ২৫০জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়