শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুর-চরকাওনা-পাকুন্দিয়া সড়কের বেহাল দশা, জন দুর্ভোগ চরমে

আশরাফ আহমেদ, হোসেনপুর : [২] কিশোরগঞ্জের হোসেনপুর-চরকাওনা-পাকুন্দিয়া যাতায়তের মেইন রাস্তাটির বিভিন্নস্থানে কার্পেটিং ওঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি ও কাদা মাটিতে একাকার হয়ে বর্তমানে রাস্তাটি যানবাহন চলাচলের অনুপোযুগি হয়ে পড়েছেন। এতে জনদুর্ভোগ চরমে ওঠেছে।ফলে, যানবাহন চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে হতাহতের সংখ্যা।

গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না থাকায় বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও পথচারীরা চরম বিপাকে পড়েছেন। তাই ভুক্তভেগিরা রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হোসেনপুর- চরকাওনা-পাকুন্দিয়ার মেইন সড়কটি সংস্কার না থাকায় বিভিন্নস্থানে ভেঙ্গে গিয়ে কাদা মাটিতে একাকার হয়ে গেছে। ফলে রাস্তাটি দিয়ে যান চলাচল কিংবা পথচারিদের যাতায়তের অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারীরা ও চালকেরা।

[৪] সরেজমিনে ঘুরে দেখা যায়, হোসেনপুর বাজার থেকে চরজামাইল নতুন বাজার ও আজিজ বিএসসির বাড়ীর সামসে দিয়ে চরকাওনা বেলতলীর মোড় হয়ে পাকুন্দিয়া বাজারে যাতায়তের একমাত্র রাস্তাটি দিয়ে বিভিন্ন যানবাহন ও পথচারীরা ঝুঁকিতে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

[৫] স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, সমাজ সেবক আজিজুল হক রাসেল ও তুহিন মিয়াসহ অনেকেই জানান, অনেকদিন ধরে রাস্তাটি পাকা কিংবা কার্পেটিং না থাকায় জরাজীর্ণ রাস্তাটি দিয়ে যাতায়ত করতে অনেক অসুবিধায় পড়লেও কেউ যেন দেখার নেই। বিভিন্ন রিকশা, অটোরিকশাসহ পথচারী চলতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে।তাই তারা এ বিষয়ে জরুরি প্রতিকার চেয়েছেন।

[৬] স্থানীয় উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লা জানান, হোসেনপুর-চরকাওনা-পাকুন্দিয়া যাতায়তের মেইন রাস্তাাটির বিভিন্ন অংশের কাজ যেন তাড়াড়াড়ি সম্পন্ন করা যায় সেজন্য রাস্তাটি পরিদর্শনসহ সার্ভে করা হয়েছে। অচিরেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ওই সড়কের কাজ সম্পন্নের আশ্বাস দেন তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়