শিরোনাম
◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালির কিংবদন্তি ফুটবলার পিয়েরিনো প্রাতি আর নেই

স্পোর্টস ডেস্ক : [২] ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ও বিশ্বকাপের ফাইনাল খেলা ইতালির সাবেক এই কিংবদন্তি ফুটবলারের মৃত্যু নিশ্চিত করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন- এফআইজিসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

[৩] প্রাতি ১৯৬৮ সালে ইতালির ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা দলের অন্যতম সদস্য ছিলেন। জাতীয় দলের জার্সিতে খেলেন ১৯৭০ সালের বিশ্বকাপেও। মেক্সিকোতে অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে ব্রাজিলের কাছে হেরে রানার্স-আপ হয় ইতালি। তবে আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ারটা খুব বড় নয় প্রাতির। ১৯৬৮-৭৪ পর্যন্ত আজ্জুরিদের হয়ে মাত্র ১৪টি ম্যাচ খেলেন এই স্ট্রাইকার, গোল করেন সাতটি।

[৪] প্রাতির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এফআইজিসি’র সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা, “আরও একজন চ্যাম্পিয়নদের বিদায় ইতালিয়ান ফুটবল শোকার্ত। প্রাতি ছিলেন অবিশ্বাস্য একজন ফুটবলার, খুব ভালো মানের একজন স্ট্রাইকার, তারকা। যে দলের হয়ে খেলেছেন দ্যুতি ছড়িয়েছেন।- দেশরূপান্তর

[৫] ক্লাব ফুটবলে এসি মিলানের কিংবদন্তি ছিলেন প্রাতি। নিজ শহরের এই ক্লাবেই ফুটবলে হাতেখড়ি তার। এসি মিলানের যুব দল থেকে ওঠে আসা এই খেলোয়াড় মূল দলের হয়ে ক্যারিয়ার রাঙান ১৯৬৭ থেকে ১৯৭৩ সময়ে। ১৯৬৯ সালে ইয়োহান ক্রুইফের আয়াক্সের বিপক্ষে ইউরোপিয়ান কাপ ফাইনালে হ্যাটট্রিক করে মিলানকে শিরোপা জেতান প্রাতি।

[৬] লিগের সর্বোচ্চ ১৫টি গোল করে ১৯৬৭-৬৮ মৌসুমে মিলানকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন প্রাতি। এছাড়া ক্লাবটির হয়ে দুটি ইতালিয়ান কাপ, দুটি ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ ও একবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতেন তিনি। মিলান পর্ব শেখে ১৯৭৩ সালে রোমায় নাম লেখান প্রাতি। ক্লাবটির হয়ে খেলেন ১৯৭৭ সাল পর্যন্ত। এরপর সালেরনিতানা, সাভোনা, ফিওরেন্তিনা ও যুক্তরাষ্ট্রের ক্লাব রোসেস্টার ল্যান্সারের হয়েও খেলেছেন এই ফুটবলার।

[৭] খেলোয়াড়ি ক্যারিয়ারে ইতি টানার পর বেশ কয়েকটি ক্লাবের হয়ে কোচিং করিয়েছেন প্রাতি। তার মৃত্যুতে এসি মিলান টুইটারে লিখেছে- আমাদের ইতিহাসের এক মহাতারকা তার চোখ বুজেছে। রোম টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়