শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধ না করলে সংবাদপত্রশিল্প বাঁচবে না : ড. সৈয়দ আনোয়ার হোসেন

ভূঁইয়া আশিক রহমান :[২] সংকটে প্রধানমন্ত্রীর সুনজর জরুরি,  সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ গণমাধ্যমের সহযোগিতায় এগিয়ে আসা উচিত। এই ইতিহাসবিদ আরও বলেন, কিছুদিন ধরে সংবাদপত্রে যেসব প্রতিবেদন পড়ছি, দেখা যাচ্ছে পত্রিকার বকেয়া বিজ্ঞাপন বিল পরিশোধের ক্ষেত্রে নানাবিধ জটিলতা সৃষ্টি হয়েছে, এটা নিরসন দরকার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের উচিত সংবাদপত্রের বকেয়া বিজ্ঞাপন বিল দ্রুত পরিশোধ করা।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও গণমাধ্যমবান্ধব মানুষ। সংবাদকর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তার শাসনামলেই গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে। ফলে তিনি গণমাধ্যমের বর্তমান সংকটে সহযোগিতায় এগিয়ে আসবেন, সে বিশ^াস আমার আছে। তবে প্রয়োজন তাকে স্মরণ করিয়ে দেওয়া। [৬] কোভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে এগোচ্ছেন। গণমাধ্যম তার এই দৃঢ়তার প্রশংসা করছে। মনে রাখতে হবে, গণমাধ্যম ভালো না থাকলে, সরকারের পক্ষে একা করোনা সংকট মোকাবেলা কঠিন হবে।

[৪] করোনাকালে মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তথ্য। আর এই তথ্য সংবাদমাধ্যম সংগ্রহ করে মানুষকে জানায়। সরকারিভাবে যে তথ্য প্রতিদিন হাজির করা হয়, তাতে মানুষের আস্থা নেই। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হলে সংবাদপত্র ও টেলিভিশন লাগবেই। সরকারের উচিত গণমাধ্যমকে সর্বাত্মক সহযোগিতা করা। এক্ষেত্রে কোনো ধরনের গাফলতি বা চেষ্টার কমতি থাকা ঠিক নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়