শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু

সুজন কৈরী : [২] কোভিড-১৯ সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন পুলিশের আরও এক বীর সদস্য কনস্টেবল মো. রফিকুল ইসলাম (৫৬)। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের বন্দর পুলিশ ফাড়িতে কর্মরত ছিলেন।

[৩] সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান রফিকুল।

[৪] এ নিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৩১ জন সদস্য চলমান কোভিড-১৯ যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবন উৎসর্গ করলেন।

[৫] পুলিশ সদর দপ্তর জানিয়েছে, রফিকুল ১৯৮৬ সালে পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। ভোলার চরফ্যাশনের আহমেদপুর গ্রামে জন্ম নেয়া রফিকুল মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

[৬] বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় রফিকুলের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

[৭] মহামারি কোভিড-১৯ এর সম্মুখযোদ্ধা পুলিশে আক্রান্তের সংখ্যা সোমবার পর্যন্ত ৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র। যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। বিপরীতে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে কোভিড-১৯ এ সংক্রমিত হওয়া পুলিশের ৫ হাজার ১৩৩ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়