আসিফুজ্জামান পৃথিল : [৩] পার্লামেন্টের উচ্চকক্ষে নতুন মানচিত্র অনুমোদনের পর নতুন দাবি নিয়ে হাজির হলো নেপাল। এবার ভারতকে নিজেদের ভূখণ্ডেই বাঁধ তৈরিতে বাধা দিয়েছে তারা। সীমান্তে যুদ্ধকালীন সক্রিয়তায় সেনা ক্যাম্প তৈরি শুরু করেছে দেশটি। ইয়ন, জি নিউজ
[৪] বিহার সরকার জানিয়েছে, রোববার পূর্ব চামপারান জেলায় লাল বাকে নদীকে বাঁধ তৈরি করছিলেন তারা। তখনই নেপালি কর্তৃপক্ষ এতে বাঁধা প্রদান করে। অথচ নদীটিতে ভারত বহু বছর আগেও তীররক্ষা বাঁধ নির্মাণ করা করেছিলো।
[৬] জানা গেছে পানি উন্নয়ন বিভাগ স্থানীয় পর্যায়েই এই সমস্যা সমাধানের চেষ্টা করেছিলো। তবে সক্ষম না হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে। নয়াদিল্লির নেপাল দূতাবাসকেও অবহিত করা হয়েছে।
[৭] যুদ্ধকালীন তৎপরতায় হেলিপ্যাড বানানোর কাজও করছে নেপাল। সেনা তৎপরতা বেড়ে যাওয়ার বেশ কিছু ছবি হাতে পেয়েছে ভারতীয় টেলিভিশন ও ইন্ডিয়া টুডে। ছবিতে দেখা যাচ্ছে, দারছুলা এলাকায় জঙ্গলের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় ক্যাম্প বানানোর কাজ শুরু হয়েছে। প্রতিটি ক্যাম্পে ১২ থেকে ১৩ জন করে নেপালি সেনাসদস্য রয়েছেন। সম্পাদনা: ইকবাল খান