শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে নয়নজলি খালের মধ্যে নির্মিত স্থাপনা অপসারণের নির্দেশ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: [২] হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বায়রা ইউনিয়নের গাড়াদিয়া বাসষ্ট্যান্ডের পূর্ব পাশে নয়নজলি খালের মধ্যে নির্মিত অবৈধ স্থাপনা ও ভরাটকৃত মাটি অপসারণের নির্দেশ দিয়েছেন প্রশাসন।

[৩] রোববার (২১ জুন) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা সার্ভেয়ার নিয়ে ঘটনাস্থলে যান। অবৈধ দখলদারদের উপস্থিতিতে ওই জায়গা পরিমাপ শেষে সীমানা নির্ধারণ করে রেডমার্ক করে দেন। সেই সাথে দখলদার ঢাকা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাষ্ট্রিজকে বাউন্ডারি দেয়াল ও মাটি সরিয়ে সরকারি ওই জায়গা পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন।

[৪] এদিকে গত ২ জুন আমাদের সময় ডটকমে ‘সিংগাইরে খাল দখল করে ফ্যাক্টরী নির্মাণ এবং ৯ জুন সিংগাইরে খাল দখলের সত্যতা মিলেছে, এসিল্যান্ডের হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ আমলে নিয়ে সরকারি ভূমি উদ্ধার ও পানি নিষ্কাশনের খাল রক্ষায় তৎপর হওয়ায় প্রশাসনের পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চালিতাতলা চকের কৃষকদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।

[৫] দখলদার ঢাকা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাষ্ট্রিজের পার্টনার এম শহিদুর রহমান বলেন, এটা ভূমি অফিসের জায়গা না। এলজিইডি’র রাস্তার কিছু অংশ মাটি ফেলে ভরাট করেছি। যা রাস্তা হিসেবে এলাকাবাসীসহ আমরা ব্যবহার করবো।

[৬] বায়রা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ ঝিলন খান বলেন, জায়গা পরিমাপ করে দেখা গেছে দক্ষিণ পাশে ১৪ ফুট ও উত্তর পাশে ৫ ফুট প্রস্থ এবং প্রায় ১’শ ফুট দৈঘ্যের্র রাস্তা সংলগ্ন পানি প্রবাহের সরকারি খাল ভরাট করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছে ঢাকা প্যাকেজিং ।

[৭] সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা ও ভরাটকৃত মাটি অপসারণে দখলদারকে নোটিশ দেয়া হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়