শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসির আরো ১৩টি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

সুজিৎ নন্দী : [২] ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আরো ১৩টি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএনসিসি এলাকায় এ নিয়ে মোট ৪০টি স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।

[৩] পরীক্ষাগুলো হচ্ছে, NS1, IgG এবং IgM। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসকল নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। এসকল কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সাথে-সাথে জানা যাবে। তবে ডেঙ্গু পরীক্ষার জন্য অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে।

[৪] স্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে, অঞ্চল ২ (মিরপুর) সূর্যের হাসি ক্লিনিক, বাড্ডা এমসিএইচএফপি সেন্টার, রোড ১, ব্লক-এ, সেকশন-১৩ (হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ সংলগ্ন), মিরপুর। অঞ্চল ৩ (মহাখালী) সূর্যের হাসি ক্লিনিক, শাহজাদপুর, আফতাবনগর, ৪৬৬/১ শাহিনবাগ, (পশ্চিম নাখাল পাড়া)।

[৫] অঞ্চল ৪ (মিরপুর-১০) গোলারটেক, দারুস সালাম থানা মাঠ, ২৬/এ, আহম্মেদ নগর, পাইকপাড়া, ২৭৭/১, মধ্য পীরেরবাগ, ৬৭৪/১, পশ্চিম শেওড়াপাড়া।

[৬] অঞ্চল ৫ (কারওয়ান বাজার) ১৩৬, তেজকুনিপাড়া, ৫২/এ, পশ্চিম রাজাবাজার, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর। ইতিপূর্বে ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গুর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেঙ্গু পরীক্ষা করা হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়