শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষের মধ্যে অসচেতনতার কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে: তথ্যমন্ত্রী

তাপসী রাবেয়া:[২] মানুষের মধ্যে অসচেতনতার কারণে করোনা সংক্রমণের হার বাড়ছে জানিয়ে নিজের ও পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

[৩] সোমবার (২২ জুন) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি’র আয়োজনে অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ দ্বিতীয় পর্যায়ের কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

[৪] তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অনেক মানুষ আক্রান্ত হয়েছে সত্য; তবে আল্লাহর রহমতে, সরকারের আন্তরিক প্রচেষ্টায় এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ থেকে ১ দশমিক ৩৬ শতাংশের মধ্যে ওঠানামা করছে। মৃত্যুর হারে অনেক দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি। তবে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’

[৫] অসচেতনতার কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি আমাকে অন্য কেউ সুরক্ষা দিতে পারবে না। আমার কাছে আমার পরিবারের সুরক্ষা জড়িত। সুতরাং এটি মাথায় রাখতে হবে। সবাইকে সচেতনভাবে জীবনযাপন করতে হবে।’

[৬] জনগণের জন্য কাজ করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা আক্রান্ত এবং মৃত্যুবরণ করছে উল্লেখ্য করে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা, জনপ্রতিনিধিরা শুরু থেকে জনগণের পাশে ছিলেন, আছেন। সারাদেশে দলের ত্রাণ কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যসামগ্রী, ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই কাজ অন্যকোনো দল করেনি। ’

[৭]সরকার জীবন বাঁচানোর পাশাপাশি জীবিকা রক্ষার জন্য সীমিত আকারে সব খুলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইউরোপের মৃত্যুর মিছিল না থামলেও জীবিকা রক্ষায় সবকিছু খুলে দেওয়া হয়েছে। আমেরিকায়ও খুলে দেওয়া হয়েছে। যেখানে খুলে দেওয়া হয়নি সেখানে বিক্ষোভ হচ্ছে। জীবন ও জীবিকা রক্ষার মধ্যে সমন্বয় রক্ষায় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার পাশে থাকতে হবে, তাকে সহযোগিতা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়