শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাশরাফির চিকিৎসা করছেন প্রফেসর আব্দুল্লাহ, অ্যাজমার কারণে রাতে হাসপাতালে যেতে পারেন

এল আর বাদল: [২] গত শনিবার করোনা পজিটিভ হলেও বাসায়ই আইসোলেশনে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা ওরফে কৌশিক। অ্যাজমা সমস্যার কারণে তিনি রুটিন টেস্ট হিসাবে আজ রাতে হাসপাতালে যেতে পারেন। তবে তার চিকিৎসা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর আব্দুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

[৩] মাশরাফি কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরই বিসিবি নিয়মিত খোঁজ রাখছে তার। বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজে খোঁজ নিচ্ছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, মাশরাফির ব্যবস্থাপত্র করে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মাশরাফির ব্যাপারটা যতদূর জানি, বিসিবি সভাপতি প্রফেসর আব্দুল্লাহ স্যারের সঙ্গে কথা বলেছেন। তার প্রেসক্রিপশন পাঠানো হয়েছে। মাশরাফি তো সাংসদও। তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু যখন বিপদ হয়, সাংসদ দেখে হয় না। মানসিকভাবে সবাই ধাক্কা খায়। তখন তার পাশে সবারই থাকা উচিত। কাল রাতে শুনলাম ভালো আছে, হাসিখুশি আছে। সোমবার দুপুরে শুনি মাশরাফি অসুস্থতা বেড়ে গেছে।

[৪] এদিকে প্রথমআলো অনলাইন জানিয়েছে, অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বলেছেন, ‘কাল রাতেও তার ( মাশরাফি) সঙ্গে কথা হয়েছে। আমার মনে হয়েছে তিনি ভালোই আছেন। বলেছি, বিশ্রাম নিতে। তিনি আমাকে অ্যাজমার সমস্যার কথা বলেছেন। বলেছি ঘাবড়ানোর কিছু নেই। রাতে শুনেছিলাম অ্যাজমা নিয়ন্ত্রণেই আছে। তবে খুব বেশি জটিলতা হলে হাসপাতালে নেওয়া লাগতে পারে।

[৫] জাগো নিউজ বলছে, রুটিন টেস্টের জন্য সন্ধ্যায় কম্বাইন্ড মিলিটারি হাসাপাতালে (সিএমএইচ) অথবা শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে যেতে পারেন মাশরাফি।

[৬] এ প্রসঙ্গে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে মাশরাফির ভাই মোরসালিন বলেন, 'ভাই (মাশরাফি) ভালো আছেন। কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক নিয়মিত খোঁজ খবর রাখছেন। কোভিড-১৯'য়ে আক্রান্ত হলে একটা চেকআপ করতে হয়। ভাইকেও সেই এক্সরে করার পরামর্শ দেওয়া হয়েছে। সিরিয়াস কিছু না। তার পুরনো অ্যাজমা আছে। এর সঙ্গে কোনো সম্পর্ক নেই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়