শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকি

সোহেল হোসাইন, মানিকগঞ্জ : [২] এ ঘটনায় ভু্ক্তভোগী ওই ব্যক্তি জেলা প্রশাসক এর কাছে লিখিত অভিযোগ করেন।

[৩] লিখিত অভিযোগটি জেলা প্রশাসক ফৌজদারি অপরাধ বিধায় যাথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের কাছে পাঠান। পরে পুলিশ সুপার সদর থানাকে অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

[৪] অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে “গড়পাড়া কেবল টিভি নেটওয়ার্ক”  এর মালিক ব্যবসা করছে। ভুক্তভোগী ওই মালিক “উইঙ্ক নেটওয়ার্ক” ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে সদর থানায়; ইন্টাননেট সেবার দায়িত্ব পালন করে আসছে।

[৫] গত ১৪ই জুন ভুক্তভোগী মহব্বত খান(৪০)কে প্রধান আসামী করে এবং তার সহযোগী আবু সাহদাত মোঃ তৌহিদ(৪৪), অর্জন(৩৮), প্রশান্ত সাহা(৩৮), সুমন মল্লিক(৪৫), মোঃ উজ্জল (৪৮), ছারোয়ার উদ্দিন ওরফে আলী(৪৫) উভয় সাং স্বাদীনগর পাঞ্জানখাড়া সহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জন আসামী করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

[৬] অভিযুক্ত ৩নং আসামী অর্জন ভুক্তভোগী সেয়দ আহমেদ তাওহীদ নোয়াব ‍ও তার বন্ধু মুনকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। এবং অভিযুক্ত প্রধান আসামীর এলাকায় নানান অপকর্মের কাজে বাঁধা দেওয়াতে ভুক্তভোগী কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আর চাঁদার টাকা না দিলে প্রাণে মেরে লাশ গুম করার হুমকিও দেয়।

[৭] গড়পাড়া ইউনিয়নের প্রায় ৮ কিলোমিটার এলাকায় ইন্টারনেট লাইনের ফাইবার তার কেটে ফেলা হয়েছে। এবং ৪০/৪৫ পিচ মূল্যবান ইন্টারনেট ডিভাইস জোর পূর্বক নিয়ে গিয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। প্রায় শতাধিক গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে, ফরে গ্রাহকগণ ভোগান্তিতে রয়েছে।

[৮] অভিযোগের বিষয়ে মহব্বত খান বলেন, অভিযোগটি সঠিক নয়। তাদের কাছে কোনো প্রকার চাঁদা দাবি করা হয়নি।

[৯] মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিব্বুজ্জামান জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগেরদ সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়