শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের ভাঙ্গা থানায় ২৯ পুলিশ কোভিড-১৯ আক্রান্ত, লোকডাউন ঘোষণা

হারুন-অর-রশীদ , ফরিদপুর প্রতিনিধি : [২] আক্রান্ত পুলিশ সদস্যদের উন্নত খাবার, ভিটামিন-সি, মৌসুমি ফল, ওষুধসহ তাদের পরিবারের খোঁজখবর নিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান।

[৩] ভাঙ্গায় এ পর্যন্ত ১৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১০ জন, সুস্থ হয়েছেন ৬ জন। এ পর্যস্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৮৯ জনের।

[৪] এ ব্যাপারে ওসি মো. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ভাঙ্গা থানার এসআই ৩ জন ও এএসআই ৪ জন এবং হাইওয়ে থানার ২ জনসহ মোট ২৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

[৫] তারা সবাই হোম কোয়ারেন্টিনে আছেন। আমি ওই পুলিশ সদস্যদের উন্নত খাবার, ভিটামিন-সি, মৌসুমি ফল, ওষুধসহ সব ধরনের সহযোগিতা করছি। এর পরও জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে সবসময় পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে। এছাড়া লকডাউন নিশ্চিত করতে, স্বাস্থ্যবিধি মেনে চলার তদারকি করতে দিনরাত মাঠে কাজ করার ফলে তারা আক্রান্ত হয়েছেন।

[৬] এদিকে, ভাঙ্গা পৌরসভা ও চুমুরদী এলাকাসহ কয়েকটি এলাকা ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রশাসন। লকডাউন করা এলাকায় জনগণকে ঘরে রাখতে মোড়ে মোড়ে ব্যানার টাঙিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে।

[৭] এ ব্যাপারে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ভাঙ্গা থানার কয়েকজন অফিসারসহ মোট ২৯ পুলিশ সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

[৮] ওসি ও আমি সব পুলিশ সদস্যকে উন্নত খাবার, ফল ও ওষুধ পৌঁছে দিচ্ছি। এছাড়া আমাদের এমপি ও এসপি তাদের সব ধরনের খোঁজখবর নিচ্ছেন। আক্রান্ত পুলিশ সদস্যদের একটি ভবনে আলাদা করে হোম কোয়ারেন্টিনে রেখেছি। ফরিদপুর থেকে নতুন করে ৩৫ জন রিজার্ভ পুলিশ ভাঙ্গা থানায় আনা হয়েছে। পৌর এলাকায় ১৫ দিনের লকডাউন ঘোষণা করার পর জনগণকে ঘরে রাখতে পুলিশ মাঠে কাজ করছে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়