শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাভাবিক জীবনে ফিরছে সৌদি আরব

জেরিন আহমেদ: [২] রোববার থেকে সৌদি আরব আগের মতো সাধারণ জনজীবনে ফিরে আসছে বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে এদিন সকাল থেকে সবধরনের কারফিউ প্রত্যাহার করা হবে বলেও জানান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবে বসবাসরত সৌদিসহ সব দেশের নাগরিকদের শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বাইরে যেতে পারবেন তবে সামাজিক দূরত্ব বজায় রেখে। এ ছাড়াও, মক্কা ও জেদ্দাসহ সারাদেশে কারফিউটি তুলে নেয়া হবে।

[৩] সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমকে আগের মতো স্বাভাবিক ভাবেই পরিচালিত হবে তবে সামাজিক দূরত্ব বজায় রেখে সাবধানতা অবলম্বনের কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পৌর, সামাজিক ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল থেকে সেলুন ও বিউটি পার্লারগুলো আগের মতো কাজ করতে পারে। তবে মুখে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে।

[৪] এছাড়াও, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওমরা ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে। তবে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ নির্দেশনা গ্রহণের জন্য সৌদিতে বসবাসরত সকল নাগরিকদের জন্য দুটি অ্যাপস চালু করা হয়েছে। অ্যাপস দুটির একটি হলো ‘তাবাউদ’ অন্যটি ‘তাওয়াক্কাল্লা’। এই দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে।

[৫] মন্ত্রণালয় জোর দিয়েছিল যে সামাজিক দূরত্বের ব্যবস্থাগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। মন্ত্রণালয় যোগ করেছে যে ৫০ জনেরও বেশি লোকের জমায়েত নেয়া নিষিদ্ধ। এছাড়াও, সকল মসজিদে সালাত আদায় করতে পারবে সামাজিক দূরত্ব বজায় রেখে, নিজ জায়নামাজ নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে এবং সালাত আদায় করে নিয়ে যেতে হবে এবং মুখে মাস্ক অবশ্যই পরিধান করতে হবে।

[৬] মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য বলা হয়েছে এবং অবশ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দিয়েছেন যে সামাজিক দূরত্বের ব্যবস্থাগুলো কঠোরভাবে মেনে চলতে হবে এবং ৫০ জনেরও বেশি লোকের জমায়েত নেয়া নিষিদ্ধ করা হয়েছে। ব্যক্তিরা সর্বসাধারণের বাইরে থাকাকালীন সর্বদা একটি মুখোশও পরতে হবে।

[৭] স্বরাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে আরো বলা হয়েছে, যে বা যারা এই প্রতিরোধমূলক যেকোনো পদক্ষেপ লঙ্ঘন করলে তাদের শাস্তি দেয়া হবে। তথ্য সূত্র: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়, জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়