শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে ছু‌রিকাঘাতে যুবক খুন

র‌হিদুল খান : [২] অন্যের ঝগড়া ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে নিহত হয়েছেন এহসানুল হক ইমু (৩৫) নামে এক যুবক।রাত আটটায় যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডের পাশে এই ঘটনাটি ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত আটটার দিকে উপশহর খাজুরা বাসস্ট্যান্ডের পাশে শিশু হাসপাতালের সামনে দুই যুবক গোলযোগ করছিল। ওই সময় ইমু ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। গোলযোগ দেখে তিনি থামেন এবং বিবাদরত দুই যুবকের একজনকে একটি থাপ্পড় দেন। তখনই ওই যুবক তার কাছে থাকা ছুরি দিয়ে ইমুকে উপর্যুপরি আঘাত করে।

[৪] স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইমুকে জেনারেল হাসপাতালে আনেন। রাত আটটা দশ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর ৪০ মিনিট পর সংশ্লিষ্ট ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন ডাক্তার জিন্নাতুন নেসা তাকে মৃত ঘোষণা করেন।
ডা. জিন্নাতুন বলছেন, ওই যুবকের পা, পেট, মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

[৫] ইমু উপশহরের বি ব্লক মসজিদের পাশে ১১৫ নম্বর বাড়ির সৈয়দ ইকবাল হোসেন ইকুর ছেলে৷

[৬] ইকু উল্লিখিত তথ্য নিশ্চিত করে জানান, ওই দুর্বৃত্ত তার ছেলের পেট ও দুই পায়ে ছুরি মেরে পালিয়ে যায়। রাত নয়টার কিছু সময় আগে ইমুর মৃত্যু হয়।

[৭] কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) মকলেছুজ্জামান বলেন, খুনের ঘটনায় জড়িত সন্ত্রাসীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

[৮] স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমু উপশহর আদর্শ বহুমুখী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়