শিরোনাম

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২৪ ঘণ্টায় নিহত ২, গুলিবিদ্ধ ২১

সিরাজুল ইসলাম : [২] শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] শনিবার বেলা ১১টায় ইস্ট নিউইয়র্কের মিলফোর্ড স্ট্রিটে হাঁটছিলেন একজন। আরেকজন বাড়ির সামনে গাড়ি ধুচ্ছিলেন। হঠাৎ তাদের উপর গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে আধা মাইল দূরে সড়কপথে দাঁড়ানো একজন গুলি বিদ্ধ হন।

[৪] শুক্রবার বিকেলে ইস্ট নিউইয়র্কে ২৭ বছর বয়সী একজন তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এদিন রাত তিনটার দিকে ব্রঙ্কসের ক্লিয়ারমন্ট পার্কের কাছে তিন নারীসহ চারজন গুলিবিদ্ধ হন।

[৫] মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, আগ্নেয়াস্ত্র সহিংসতা রোধে লোকবল নিয়োগ এবং কর্মসূচি পরিচালনার জন্য মেয়র ১০ মিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছেন। জ্যামাইকা, কেনার্সি ও ক্রাউন হাইটসের মতো এলাকায় সহিংসতা বন্ধে প্রয়াস জোরদার করা হয়েছে।

[৬] শুধু মে মাসেই নগরীতে খুন ২৫ শতাংশ বেড়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রুকলিনের বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস। তিনি বলেন, এ অর্থ সামনের দিকে ব্যয় করলে সঙ্কট সামাল দেওয়া সহজ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়