শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ২২ জুন, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটে পুঁজিবাজারকে ভালো করার কোনো পরিকল্পনা নেয়া হয়নি: রকিবুর রহমান

মো. আখতারুজ্জামান: [২] নতুন অর্থবছরের (২০২০-২১) প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারকে অবহেলা করা হয়েছে বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মো. রকিবুর রহমান। রোববার সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

[৩] রকিবুর রহমান বলেন, তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স না কমিয়ে উল্টো অতালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট ট্যাক্স ২.৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে যে সকল কোম্পানি পুঁজিবাজারের মাধ্যমে টাকা উত্তোলন করে নিজেদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে বা সম্প্রসারণ করতে চাইবে এবং দীর্ঘমেয়াদি লোন পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে আগ্রহী হবে তারা বরং এখন উৎসাহিত হবে পুঁজিবাজারে না আসার জন্য।

[৪] রকিবুর রহমান বলেন, আমাদের প্রস্তাবিত বাজেটে আমি দেখলাম সবকিছু উল্টো। যেমন গত বছর ডিভিডেন্ড ইনকাম ৫০ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স মওকুফ করা হয়েছিল। এবার বাজেটেও সেটাকে রিপিট করা হয়েছে। যেটা রিপিট করার প্রয়োজন ছিল না যেহেতু এটা বলবৎ আছে।

[৫] তিনি বলেন, চলতি বছরের জানুয়ারিতে যখন পুঁজিবাজারে ক্রমাগত দরপতন হচ্ছিল, তখন প্রধানমন্ত্রী পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য স্বল্প ও মধ্যমেয়াদি কিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছিলেন।

[৬] রকিবুর রহমান বলেন, রাষ্ট্রীয় ব্যাংকগুলো যেমন সোনালী, রূপালী, জনতা, অগ্রণীকে পুঁজিবাজারে সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশ দেয়া হয়েছিল। আইসিবিকে আর্থিকভাবে শক্তিশালী করে পুঁজিবাজারে বিনিয়োগ করার নির্দেশনা দেয়া হয়েছিল। দুর্ভাগ্য হলো আজ ছয় মাসে এর কোনোটিই কার্যকর হয়নি। গত ছয় মাসে একটি সরকারি ভালো কোম্পানির শেয়ার ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে আসার কোনো ঘোষণাও আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়