শিরোনাম
◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেট অধিবেশনে রোষ্টার অনুযায়ী যোগদানকারী সংসদ সদস্যদের কোভিড-১৯ টেস্ট হবে

মনিরুল ইসলাম: [২] চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারাই পরবর্তী বাজেট অধিবেশনে যোগ দিবেন। এ পর্যন্ত ৬০ জন সংসদ সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করানো হচ্ছে।

[৩] তিনি এই প্রতিবেদককে বলেন, যাদেও রিপোর্ট পজিটিভ আসবে তারা অধিবেশনে যোগ দেবেন না। তারা কোয়ারেন্টাইন থাকবেন।

[৪] অপরদিকে, বাজেট অধিবেশনে বানিজ্যমন্ত্রী টিপু মুনশি ও গণফোরামের নেতা ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান অংশ নেয়ায় স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় বলে অনেকে মনে করেন।

[৫] এদিকে, বাজেট অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা খুবই কড়াকড়ি ভাবে মানা হচ্ছে। এজন্য সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে।

[৬] ইতোমধ্যে জাতীয় সংসদের ১৫ জন সংসদ সদস্য ও প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ শনাক্ত হয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

[৮] আগামী ২৩ জুন সকালে আবার বসবে অধিবেশন। এদিকে, ইতোমধ্যে চলতি সংসদের ১৫ জন সংসদ সদস্য কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এরমধ্যে মন্ত্রী পরিষদের সদস্য রয়েছেন ৪ জন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়