মনিরুল ইসলাম: [২] চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারাই পরবর্তী বাজেট অধিবেশনে যোগ দিবেন। এ পর্যন্ত ৬০ জন সংসদ সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করানো হচ্ছে।
[৩] তিনি এই প্রতিবেদককে বলেন, যাদেও রিপোর্ট পজিটিভ আসবে তারা অধিবেশনে যোগ দেবেন না। তারা কোয়ারেন্টাইন থাকবেন।
[৪] অপরদিকে, বাজেট অধিবেশনে বানিজ্যমন্ত্রী টিপু মুনশি ও গণফোরামের নেতা ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান অংশ নেয়ায় স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় বলে অনেকে মনে করেন।
[৫] এদিকে, বাজেট অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা খুবই কড়াকড়ি ভাবে মানা হচ্ছে। এজন্য সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে।
[৬] ইতোমধ্যে জাতীয় সংসদের ১৫ জন সংসদ সদস্য ও প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ শনাক্ত হয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
[৮] আগামী ২৩ জুন সকালে আবার বসবে অধিবেশন। এদিকে, ইতোমধ্যে চলতি সংসদের ১৫ জন সংসদ সদস্য কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এরমধ্যে মন্ত্রী পরিষদের সদস্য রয়েছেন ৪ জন। সম্পাদনা : খালিদ আহমেদ