শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ সংকটে পোশাক কারখানা বন্ধ হয়েছে ৩ শতাধিক, বেকার ২১,৩৩১ শ্রমিক

শরীফ শাওন : [২] শিল্প পুলিশ জানায়, শিল্প এলাকা আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও খুলনায় এ সংখ্যক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। ঈদের পর দুই সপ্তাহের মধ্যে ছাঁটাই হয়েছে ১০ হাজারের বেশি শ্রমিক।

[৩] শিল্প পুলিশ আরও জানায়, বিজিএমইএর সদস্য ১ হাজার ৮৮২টি কারখানার মধ্যে ৮৬ কারখানায় ছাঁটাই হয়েছে ১৬ হাজার ৮৬৫ জন। বিকেএমইএ’র সদস্য ১ হাজার ১০১টি কারখানার মধ্যে ১৬টি কারখানায় ছাঁটাই হয়েছে ২ হাজার ২৯৮ জন। বিজিএমএ’র সদস্য ৩৮৯ কারখানার মধ্যে ৪টিতে ছাঁটাই হয়েছে ২৫৮ জন। এছাড়াও বেপজার আওতাধীন ৩৬৪ কারখানার মধ্যে ৮ কারখানায় ৫৬ জন শ্রমিক ছাঁটাই হয়েছেন।

[৪] বিকেএমইএ’র সহসভাপতি হাতেম রেজা বলেন, মালিকপক্ষ ইচ্ছে করে নয়, অসহায় হয়েই শ্রমিক ছাঁটাই করছেন। বিশ্বজুড়ে মহামারিতে কমেছে পোশাকের ভোক্তা ও চাহিদা। টেক্সটাইল, এক্সেসরিজ, পরিবহন, ফ্রেইট ফরওয়ার্ডার্স খাতে চাহিদা কমেছে।

[৫] কারখানা মালিকদের দাবি, সক্ষমতার চেয়ে কার্যাদেশ তুলনামূলক অনেক কম। গত বছরের তুলনায় কার্যাদেশ কমেছে প্রায় ৭০ শতাংশ। ৩০ শতাংশ শ্রমিকের কাজ রয়েছে। কাজ না করিয়ে কর্মীদের বেতন দেওয়ার সক্ষমতা অনেক কারখানা মালিকদেরই নেই। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়