শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগরপুরে চিকিৎসকসহ আরো ৩ জন করোনায় শনাক্ত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: [২] টাঙ্গাইলের নাগরপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলায় নতুন করে আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৯ জন।
রোববার সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফলের মধ্যে রোববার সকালে নতুন করে ৩ জনের পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেহেবুবা আক্তার নামে ১ জন নারী চিকিৎসক রয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। এছাড়া উপজেলার দুয়াজানীতে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। সদর বাজারের কাকলী স্টোরের পরিচালক নিহির সাহার ছেলে মনা সাহা দোকান পরিচালনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে এসে তার স্ত্রী লাকী সাহা করোনায় আক্রান্ত হন। তারা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়