শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা 

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২০-২১ অর্থবছরের এপিএ প্রণয়ণ ও ২০১৯-২০ অর্থবছরের এপিএ মূল্যায়ণের তারিখ পেছাল মন্ত্রিপরিষদ বিভাগ

আনিস তপন : [২] বিদ্যমান করোনা পরাস্থিতির কারণে সরকারি দপ্তরের ২০২০-২১ অর্থবছরের এপিএ প্রণয়নের সময় সীমা ৩০ জুলাই পর্যন্ত বৃদ্ধি করে এপিএর খসড়া এপিএএমএস সফটওয়ারের মাধ্যমে তা জমা দেয়ারর জন্য আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

[৩] একই সঙ্গে চলতি অর্থবছরের (২০১৯-২০) এপিএর চূড়ান্ত মূল্যায়ণ প্রতিবেদন প্রমাণকসহ আগামী ১০ আগস্টের মধ্যে এপিএএমএস সফটওয়ারের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে দুই। মেগাবাইটের বেশি আকারের প্রমাণকসমূহ ই-মেইলে পাঠানো যাবে উল্লেক করে আদেশে বলা হয়েছে, এ সংক্রান্ত কোনো হার্ডকপি গ্রহণ করা হবে না।

[৪] রোববার এ সংক্রান্ত আদেশ জারি করে তা সংশ্লিষ্ট সরকারি সব দপ্তর ও মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

[৫] আদেশে আরো বলা হয়েছে, মন্ত্রণালয়/বিভাগসমূহ নির্দিষ্ট তারিখের মধ্যে এপিএর খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়ার পর প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে মন্ত্রণালয়/ বিভাগেরর সঙ্গে এপিএ স্বাক্ষরের তারিখ পরে জানিয়ে দেয়া হবে। তবে এপিএর কার্যকারিতা অর্থবছরের সঙ্গে মিল রেখে ১ জুলাই থেকেই কার্যকর হবে।

[৬] অন্যান্য সকল সরকারি দপ্তর/সংস্থা ও মাঠ পর্যায়ের দপ্তরসমূহ স্ব স্ব অফিসের ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত এপিএ প্রণয়ণসহ ঊর্ধ্বতন অফিসের সঙ্গে এপিএ স্বাক্ষরের কাজ ৩০ জুলাই এর মধ্যে শেষ করতে হবে।

[৭] মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থাসহ সকল সরকারি দপ্তর তাদের স্ব স্ব আওতাধীন দপ্তরসমূহের ২০১৯-২০ অর্থ বছরের এপিএ'র চূড়ান্ত মূল্যায়ন ৩০ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

[৮] তাতে আরো বলা হয়েছে, নির্দেশনা ও সময়সীমার মধ্যে ২০২০-২১ অর্থবছরের এপিএ প্রণয়ন এবং ২০১৯-২০ অর্থ বছরের এপিএ মূল্যায়ন কার্যক্রম সম্পাদনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। বিষয়টি নিজ নিজ আওতাধীন দপ্তর/সংস্থাা ও মাঠ পর্যায়ের দপ্তরসমূহকে অবহিত করার জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়