শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের নতুন সময়ে সংবাদ প্রকাশের পর মৌলভীবাজারে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন মহিলা এমপি

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] মৌলভীবাজার জেলার জন্য কোভিড-১৯ পরীক্ষার জন্য ঢাকার যে পিসিআর ল্যাব নির্ধারণ করা হয়েছে সে ল্যাব থেকে ১৫-২০ দিন পর পর রিপোর্ট আসছে। এতে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছ, বাড়ছে অসন্তোষ্। এই বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিতে এনে কোভিড-১৯ রিপোার্ট দ্রুত দেয়া জন্য সংশ্লিষ্ট সকলকে পদক্ষেপ নেয়ার জোরাল দাবি জানান জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ।

[৩] স্বাস্থ্য মন্ত্রনালয়ের দৃষ্টিতে এনে কোভিড-১৯ রিপোর্ট দ্রুত দেয়া জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু’র সাথে গত ১৭ জুন কুলাউড়া প্রশাসনের মতবিনিময় সভায় কার্যকর পদক্ষেপ নেয়ার জোরাল দাবি জানান প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র সাংবাদিক স্বপন দেব।

[৪] এ দাবির প্রতি জোরাল সমর্থণ জানান সব মহল। এ নিয়ে আমাদের নতুন সময়সহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর গত ১৮ জুন সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ে ডিও লেটার দেন মৌলভীবাজার- হবিগঞ্জ আসনের মহিলা এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন। তিনি মৌলভীবাজারে সদর হাসপাতালে কোভিড-১৯ রোগ নির্ণয় পরীক্ষার আরটি- পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন।

[৫] কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ভিত্তিতে একটি আইসিইউ সম্বলিত এ্যাম্বুলেন্স দেয়ার জোর দাবি জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক।

[৬] মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তউহিদ আহমেদ জানান, জেলায় এ পর্যন্ত ৭ শতাধিক কোভিড-১৯পরীক্ষার রিপোর্ট দীর্ঘদিন ধরে অপেক্ষামান রয়েছে। কোভিড-১৯ পরীক্ষার ফলাফল আসতে ১০-১৫ দিন পর্যন্ত সময় লাগছে। এতে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়