শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]স্থগিত হলো দক্ষিণ আফ্রিকার অদ্ভুত ম্যাচ

স্পোর্টস ডেস্ক: [২] তিনটি দল ৩৬ ওভারে খেলবে এক ম্যাচ। আগামি ২৭ জুন এই নতুন ফরম্যাটের অদ্ভুত ম্যাচটি আয়োজন করেছিলো সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে আপাতত নতুন ফরম্যাটের এই টুর্ণামেন্টটি স্থগিত হয়ে গেছে।

[৩]সরকারি অনুমোদনের কারণে আটকে গেছেন আয়োজকেরা। কারণ সরকারি অনুমোদন মেলেনি এখনো। অদ্ভুত ম্যাচটির অনুমোদন মিলেনি দেশটির সরকারের পক্ষ থেকে।

[৪]এমনকি আইসিসিও এখন পর্যন্ত অনুমোদন দেয়নি সাউথ আফ্রিকার এই টুর্ণামেন্টটিকে। যার কারণে আয়োজকেরা আরো যাচাই-বাছাই এবং বিবেচনার জন্য টুর্ণামেন্ট স্থগিত করেছেন।

[৫]সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে টুর্ণামেন্টটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে নতুন করে আরো যাচাই-বাছাই শেষে টুর্ণামেন্টটি শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিটোরিয়ার সুপার স্পোর্ট পার্কে ৩৬ ওভারের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিলো তিন দলের।

[৬]ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ‘মিটিংয়ের পর আমরা পরিষ্কার হয়েছি যে প্রস্তুতির জন্য আরও কাজ করতে হবে। সেইসঙ্গে (সরকারি) অনুমোদনেরও দরকার আছে।’

[৭]তিন দল খেলবে টুর্ণামেন্টিতে, খেলা হবে ৩৬ ওভারের। এমন ‘নতুন’ ফরম্যাটের টুর্ণামেন্ট দিয়ে ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়ে ছিলো সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। প্রোটিয়া বোর্ডের এই টুর্ণামেন্টে ফাফ ডু প্লেসিস, এবিডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদসহ দেশটির জাতীয় দলের সব ক্রিকেটারই খেলবেন।

[৮] তিন দল মিলে খেলবে ৩৬ ওভার। প্রতি দলে থাকবেন ৮ জন করে ক্রিকেটার। দলগুলোর পারফরম্যান্সের উপর নির্ভর করে ঘোষণা করা হবে জয়ী দল। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবে দলগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়