শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৪:২৯ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন হয়েছে আগেই, তবুও জয়ের ক্ষুধা বায়ার্ন মিউনিখের

স্পোর্টস ডেস্ক : [২] শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। তবে জয়ের ক্ষুধা একটুও কমেনি বায়ার্ন মিউনিখের, ঠিক যেমন গোলের ক্ষুধা মেটেনি রবের্ত লেভানদোভস্কির। পোলিশ স্ট্রাইকারের জোড়া গোলে ফ্রেইবুর্ককে সহজেই হারিয়েছে টানা আটবারের বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবারের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বায়ার্ন। ম্যাচের চারটি গোলই হয় প্রথমার্ধে।

[৩] গত মঙ্গলবার ভার্ডার ব্রেমেনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করা বায়ার্ন এই ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায়। লেভানদোভস্কির পাস পেয়ে ডি-বক্সের মাথা থেকে ঠিকানা খুঁজে নেন জসুয়া কিমিচ।

[৪] আট মিনিট পর লেভানদোভস্কি নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। লেয়ন গোরেটস্কার শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে জালে পাঠান আসরের সর্বোচ্চ গোলদাতা। ৩৩তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন হলার। এর চার মিনিট পরেই অবশ্য ব্যবধান বাড়িয়ে নেন লেভানদোভস্কি।

[৫] লিগে সর্বোচ্চ গোলদাতার এটি ৩৩তম গোল। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ৪১ ম্যাচে ৪৮টি। ৩৩ ম্যাচে ২৫ জয় ও চার ড্রয়ে রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়নদের পয়েন্ট হলো ৭৯। শেষ রাউন্ডে আগামী শনিবার ভলফসবুর্কের মাঠে খেলবে বায়ার্ন।

[৬] দিনের অন্য ম্যাচে লাইপজিগের মাঠে ২-০ গোলে জেতা বরুশিয়া ডর্টমুন্ড ১০ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে থাকা লাইপজিগের পয়েন্ট ৬৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়