শিরোনাম
◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মুশফিকের ব্যাটের অর্থে নির্মাণ হল কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের চার বুথ

নিজস্ব প্রতিবেদক : [২] মুশফিকুর রহিমের একমাত্র ‘ডাবল’ সেঞ্চুরির ব্যাটটি নিলাম থেকে কিনেছেন শহীদ আফ্রিদী। ব্যাট নিলাম থেকে পাওয়া ১৭ লাখ টাকা উ্ইকেটরক্ষক এই ব্যাটসম্যান করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ব্যয়বহার করবেন।

[৩] ব্যাট নিলামের সেই অর্থ থেকে এরই মধ্যে বগুড়ায় চারটি করোনাভাইরাসের নমুনা সংগ্রহের বুথ স্থাপন করেছেন মুশফিকুর রহিম। সম্প্রতি বগুড়ায় এসব বুথ চালু করা হয়। বুথ উদ্বোধনের পরপরই বগুড়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন করোনা টেস্টের জন্য নমুনা প্রদান করেন।

[৪] সারা দেশেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বেড়েছে মুশফিকের নিজ জেলা বগুড়ায়ও। এমন পরিস্থিতি টেস্টের জন্য নমুনা সংগ্রহ করতে গিয়ে হিমশিম খান স্বাস্থ্য বিভাগের কর্মীরা। বগুড়া জেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর কাছ থেকে বিষয়টি জেনেই মুশফিকুর রহিম করোনাভাইরাসের নমুনা সংগ্রহের বুথ তৈরির সিদ্ধান্ত নেন।

[৫] বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ১টি ডক্টর সেফটি চেম্বার, ৩টি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়। শহরের সেউজগাড়ির রাবেয়া নার্সিংয়ের সামনে স্থাপন করা হয়েছে একটি বুথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়