শিরোনাম

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে ইয়াবাসহ গ্রেপ্তার-১

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোভিড-১৯ সংক্রমণের সময় পুলিশ প্রশাসন ব্যস্ত লকডাউনসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সে সময় মাদক ব্যবসায়ী অনেকটা বেপরোয়াভাবে তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই পুলিশ প্রশাসন এখন মাদক ব্যবসায়ীদের ধরতে তৎপর। শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুকবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৩] আটককৃত মাদক ব্যবসায়ী শরিফ উদ্দিন (২৯)। তার বাড়ি শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের ইসলামবাগ গ্রামে। সে ওই গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।

[৪] জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৯ জুন শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সিন্দুরখান ইউনিয়নের ইসলামবাগ থেকে ১৮৫ পিছ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

[৫] শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৮৫ পিস ইয়াবাসহ শরিফ উদ্দিনকে (২৯) গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা সাথে যুক্ত ছিলো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়