শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ২০ জুন, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে কোভিড-১৯ এ নতুন শনাক্ত ৮, কীট সংকট

শাহজালাল ভূঞা, ফেনী : [২] ফেনীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো আট জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সর্বমোট ৬‘শ ৫৩ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

[৩] শনিবার (২০ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানান, কিট সংকটের কারণে কোভিড-১৯ রোগীদের পরীক্ষার চাহিদা থাকলেও পরীক্ষা কম হচ্ছে।

[৪] জানা যায়, ফেনীতে কোভিড-১৯ এ নতুন করে আক্রান্ত আটজন। সদর উপজেলায় ৭ জন ও দাগনভূঁঞায় ১ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীরা হোম আইসোলেশন রয়েছেন বলেও জানায় স্বাস্থ্য বিভাগ।

[৫] জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৪৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৩ হাজার ২৭১ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।

[৬] জেলায় মোট আক্রান্তের পরিমান দাঁড়িয়েছে ৬’শ ৫৩জন। মারা গেছেন ১৪জন ও সুস্থ্য হয়েছেন ১৩৫ জন। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। মৃতদের মধ্যে ৭ জন সোনাগাজীর, ৩ জন দাগনভূঞার, ২ জন করে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন ও অন্যত্র রেফার্ড করা হয়েছে ১৩ জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়