শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২০ জুন, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মুসলিম ও ইহুদিদের মৃত্যুহার বেশি, শ্বেতাঙ্গদের চেয়ে তিনগুণ বেশি মৃত্যুহার কৃষ্ণাঙ্গদের

লিহান লিমা: [২] ব্রিটেনের সরকারী সমীক্ষায় দেখা গিয়েছে, মার্চ থেকে মে পর্যন্ত কোভিড-১৯ এ ব্রিটেনে কৃষ্ণাঙ্গদের মৃত্যুহার ১ লাখের মধ্যে ২৫৫.৭ শতাংশ। অন্যদিকে ১ লাখের মধ্যে শ্বেতাঙ্গদের মৃত্যুহার ৮৭ শতাংশ। যা অন্য যে কোনো জাতিগোষ্ঠির চেয়ে সর্বনিম্ন। ডেইলি মেইল

[৩] দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (ওএনএস) এর সমীক্ষায় বলা হয়, ব্রিটেনের অন্যান্য ধর্মাবলম্বীর চেয়ে মুসলিমদের করোনায় মৃত্যুহার দুইগুণ বেশি। ১ লাখ ব্রিটিশ পুরুষের মধ্যে ১৯৮.৯ শতাংশ করোনায় মারা যান, ইহুদিদের ক্ষেত্রে এই হার (১৮৭.৯ শতাংশ), হিন্দুদের ক্ষেত্রে (১৫৪.৮ শতাংশ), শিখদের ক্ষেত্রে (১২৮.৬ শতাংশ) এবং বৌদ্ধদের ক্ষেত্রে ১১৩.৫ শতাংশ। খ্রিষ্টানদের ক্ষেত্রে এই হার ৯২.৬ শতাংশ। অন্যদিকে নাস্তিকদের ক্ষেত্রে এই হার ৮০.৭ শতাংশ।

[৪] নারীদের ক্ষেত্রে এই হার মুসলিম নারীদের ক্ষেত্রে (৯৮.২ শতাংশ), ইহুদিদের ক্ষেত্রে (৯৪.৩ শতাংশ), হিন্দুদের ক্ষেত্রে (৯৩.৩ শতাংশ), শিখদের ক্ষেত্রে (৬৯.৪ শতাংশ)। নাস্তিকদের ক্ষেত্রে এই হার (৪৭.৯ শতাংশ), খ্রিস্টানদের ক্ষেত্রে (৪৭.৯ শতাংশ) এবং বৌদ্ধদের ক্ষেত্রে (৫৭.৪ শতাংশ)।

[৫] ওএনএসএর সমীক্ষা প্রকাশের পর এক বিশেষজ্ঞ বলেন, এই তালিকা ‘উদ্বেগজনক’। করোনা ভাইরাস শ্বেতাঙ্গদের চেয়ে তিনগুণ বেশি কৃষ্ণাঙ্গদের আঘাত হানে। একই সঙ্গে কৃষ্ণাঙ্গ, এশিয়ান ও অন্যান্য জাতিগোষ্ঠির করোনায় ক্ষতিগ্রস্ত হওয়ার হার অনেক বেশি।

[৬] করোনায় ব্রিটেনে কৃষ্ণাঙ্গদের পর সবচেয়ে বেশি মৃত্যুহার বাংলাদেশি ও পাকিস্তানিদের। সবচেয়ে কম শ্বেতাঙ্গদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়