শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ২০ জুন, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের বাইরে চিকিৎসার আবেদন সাহারা খাতুনের

বাশার নূরু।।[২] সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন শারীরিক নানা জটিলতা ‍নিয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।

[৩] অ্যাডভোকেট সাহারা খাতুনের ইচ্ছা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করালে তিনি হয়তো সুস্থতা লাভ করতে পারেন। এজন্য পরিবারের সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সাবেক এই মন্ত্রী।

[৪] সাহারা খাতুনের চিকিৎসা সর্বশেষ পরিস্থিতি নিয়ে তার একান্ত ব্যক্তিগত সহকারী ও ভাতিজা অ্যাডভোকেট আশিকুর রহমান বলেন, আমার ফুপুকে গত ২ জুন দিনগত রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেছিলাম। সেই থেকে এখন পর্যন্ত চিকিৎসা চলছে। ওনার বর্তমান পরিস্থিতি হচ্ছে ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। ওনার প্রেসারটা নেমে গিয়েছিল, অক্সিজেনটাও কমে গিয়েছিল। এখন একটু নিয়ন্ত্রিত অবস্থায় আসছে। তারপরেও ডাক্তাররা বলেছেন ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বোঝা যাবে অবস্থা কী পর্যায়ে যায়। তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি কিছুটা উন্নতি হচ্ছে।

[৫] ইউনাইটেড হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ডাক্তাররা আমার ফুপুকে নিয়ে একেক বার একেক মন্তব্য করছেন। একেক বার একেক রিপোর্ট দিচ্ছেন। আমরা অনেকগুলো টেস্ট করিয়েছিলাম। ৪ দিন পর একটা বলছে আবার ৫ দিন পর আর একটা বলছে। যেগুলো বলছে উনার আসলে ওই ধরনের সমস্যা নেই থাকলে প্রথম রিপোর্টেই পাওয়া যেত। তারপরেও আমাদের দুর্ভাগ্য এই সমস্যাগুলো পেলাম।

[৬] আশিকুর রহমান বলেন, ওনার (সাহারা খাতুনের) করোনা নেই। ওনাকে ৪ বার টেস্ট করানো হয়েছে, তার এই ধরনের কোনো সমস্যা নেই। আমরা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় মর্মাহত হয়েছি। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা যদি এই রকম হয় তাহলে তো অত্যন্ত দুঃখজনক।

[৭] চিকিৎসার সমস্ত ব্যয় ও সার্বক্ষণিক খোঁজ খবর রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সবকিছু তদারকি করছেন, দেখভাল করছেন। প্রধানমন্ত্রী আমার ফুপুর চিকিৎসার জন্য বোর্ড বসিয়েছেন, তার পার্সোনাল ডাক্তার দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। এজন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

[৭] সাহারা খাতুনের কথার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সর্বশেষ গতকাল যখন ফুপুর সঙ্গে দেখা করি, তখন তিনি এই মেসেজটা দেন যে, একটু দেখ না পিএমকে বলে, আপাকে বলে আমাকে যদি বিদেশে চিকিৎসা করানো যেত তাহলে আমি হয়তো ভাল হয়ে যেতাম। আমি খুবই উপকৃত হতাম এবং প্রধানমন্ত্রীর সাথে যদি একটু কথা বলতে পারতাম তাহলে আমি খুব উপকৃত হতাম। আমরা চেয়েছিলাম ফুপুকে দিয়ে তার কথাটা রেকর্ড করিয়ে পাঠাতে কিন্তু কোনোভাবেই পারলাম না। শুক্রবার (১৯ ‍জুন) সকাল ১০টায় যখন তার সাথে কথা বলার জন্য যাব তার আগেই তার পরিস্থিতি আরও একটু অবনতির দিকে চলে যায়, যার ফলে আইসিইউতে নেওয়া হয়। আর বলা সম্ভব হয়নি। তার (সাহারা খাতুনের) একটা ইচ্ছা তিনি যদি দেশের বাইরে ট্রিটমেন্ট করাতে পারতেন তাহলে হয়তো অবস্থার উন্নতি হতো বা ভাল হতো।
সূত্র: বার্তা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়