শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ২০ জুন, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে কোভিড-১৯ উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

খোকন আহমেদ, বরিশাল : [২] শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে শুক্রবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে বরিশাল সদর জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা.এমদাদ উল্লাহ খানের মৃত্যু হয়েছে।

[৩] ডা. মো. এমদাদ উল্লাহ খান (৫৮) নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা মৃত আব্দুল মজিদ আহম্মেদ খানের পুত্র ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ১২ তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি বরিশাল সদর জেনারেল হাসপাতালের চর্ম ও যৌণ বিভাগের সিনিয়র কনসালটেন্ট পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এ নিয়ে বরিশাল বিভাগে করোনার উপসর্গ নিয়ে দুইজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

[৪] এর পূর্বে প্রথম মৃত্যু হওয়া চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন করোনা আক্রান্ত ছিলেন। ঢাকায় নেওয়ার পর বাড্ডার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নগরীর বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ছিলেন।

[৫] তবে শুক্রবার মৃত্যু হওয়া ডা.এমদাদ উল্লাহ খান করোনা আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শেবাচিমের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

[৬] তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা.এসএম মনিরুজ্জামান জানান, ডা.এমদাদ উল্লাহকে করোনার উপসর্গ নিয়ে গত ১৮ জুন বিকেলে শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো। সেখানে তার শ্বাসকষ্ট শুরু হলে শুক্রবার দুপুরে তাকে নিবির পর্যবেক্ষনের জন্য আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডা.এমদাদ উল্লাহর মৃত্যু হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়