শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ২০ জুন, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

যশোর প্রতিনিধি: [২] ইজিবাইকের মধ্যে কথাকাটাকাটির জেরে যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের মারপিট ও ছুরিকাঘাতে আশিক (২২) নামে এক যুবক জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায ৮জনকে আসামি করা হয়েছে ।

[৩] আসামিরা হলো, মন্ডলগাতি গ্রামের খোকনের ছেলে শিমুল (২৮), পুলেরহাটের এরশাদের ছেলে টিটো (২৪), একই এলাকার বাবু (২৫), মন্ডলগাতি গ্রামের তারেকের ছেলে ইমন (২৩), জাকির (৩০), বেড়বাড়ি গ্রামের ফয়সাল (২৪), তফসীডাঙ্গা বিদ্যুৎ অফিসের সামনের হৃদয় (১৯) এবং মন্ডলগাতির টুটুল (৩২)। এছাড়া অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে।

[৪] আশিকের পিতা তফসীডাঙ্গা বকুলের স মিলের পাশের আবু তাহের (৬০) থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার ছোট ছেলে আশিক ট্রাক চালক।

[৫] বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আশিক ও আসামি টিটো পুলেরহাট থেকে একটি ইজিবাইকে করে তপসীডাঙ্গায় যাচ্ছিল। যাওয়ার সময় তুচ্ছ একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর কিছু সময় পর তফসীডাঙ্গা গ্রামের মকবুল মিয়ার স মিলের সামনে আশিককে একা পেয়ে আসামিরা এলোপাতাড়ি মারপিট করে। আসামিরা আশিকের নিতম্বে ছুরিকাঘাত করে।

[৬] পরে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। ওই সময় আশেপাশের লোকজন আহত আশিককে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ১৮ জুন রাতে কোতয়ালি থানায় মামলা করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়