শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ২০ জুন, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে বিপুল পরিমাণ ভেজাল ঔষধ জব্দ

মোহাম্মদ সোহেল, নোয়াখালী: [২] জেলায় করোনাভাইরাসের আতংকে জ্বর, কাশী, গলায় ব্যাথা, সর্দিসহ বিভিন্ন রোগের ঔষধের চাহিদা বাড়ার কারণে কিছু আসাধু ওষুধ ব্যবসায়ী ও ফার্মেসীর মালিকরা ভেজাল ও নকল ওষুধ বিক্রয় করছে।

[৩] গোপন সূত্রে খবর পেয়ে জেলার সূবর্ণচর উপজেলার খাসেরহাটের কাজল মার্কেটে জান্নাত মেডিকেল হলের ফার্মেসী ও গোউডানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খ্যাতনামা কোম্পানির মোড়কে নকল ওষুধ, ভেজাল হ্যান্ড স্যানিটাইজার ও সরকারি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৪] এসময় নকল ও সরকারী ওষুধ বিক্রির সাথে জড়িত থাকায় জান্নাত মেডিকেল হলের মালিক মো. মহিউদ্দিনকে দুই বছর কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

[৫] জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রোকনুজ্জামান খানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এসময় জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো.মাসুদুজ্জামান খান, জেলা কেমিষ্ট ড্রাগিষ্ট সমিতি ও চর জব্বর থানা পুলিশ সহযোগীতা করেন।

[৬] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রোকনুজ্জামান খান জানান, সাজাপ্রাপ্ত ব্যক্তি নকল ওষুধ ও ভেজাল হ্যান্ড স্যানিটাইজার এবং সরকারী ওষুধ তার ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি ও পাশাপাশি জেলার বিভিন্ন ফার্মেসিতে সরবরাহ করতো। অপরাধ প্রমাণীত হওয়ায় তাকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়