শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২০ জুন, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও পশ্চিমাদের ভয়ের কিছু নেই : তালেবান

ইমরুল শাহেদ : [২] আফগানিস্তান থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারি মাসে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তির শর্ত অনুসারেই সেটা করা হচ্ছে। তবে একইসঙ্গে তারা উদ্বেগ প্রকাশ করছে যে, যুক্তরাষ্ট্রে হামলার জন্য আগামীতে আফগানিস্তানের মাটি না ব্যবহার হয়। কিন্তু তালেবানরা যুক্তরাষ্ট্রের এই আশংকা নাকচ করে দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া, এএফপি

[৩] আঞ্চলিক মার্কিন কমান্ডার বলেছেন, গত ফেব্রুয়ারিতে করা চুক্তির শর্ত অনুসারে যুক্তরাষ্ট্র আট হাজার ৬০০ সেনা কমিয়েছে। আগামী বছর পুরোপুরিভাবে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। তখন দেশটিকেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

[৪] মার্কিন কেন্দ্রীয় কমান্ড প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছেন, ‘পরিস্থিতি আমাদের কাছে সন্তোষজনক মনে হতে হবে। আমাদেরকে আশ্বস্ত হতে হবে যে, আফগানিস্তানের মাটি থেকে আমাদের মাতৃভূমির ওপর হামলা হওয়ার আশংকা নেই।’

[৫] ম্যাকেঞ্জি বলেছেন, তালেবানরা আইএসের বন্ধু নয়। কিন্তু বিষয়টা শর্ত বা কথা নয়, তারা আল-কায়েদার বিরুদ্ধে কি করবে - এই গ্রুপটি ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটনে হামলার জন্য দায়ি।

[৬] বৃহস্পতিবার আসপেন ইনস্টিটিউটের এক প্যানেল আলোচনায় বলেন, ‘তালেবানদের প্রতি আমাদের নজর রয়েছে। শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা কি ধরনের আচরণ করছে সেটা আমরা খেয়াল করছি।’

[৭] এর জবাবে তালেবানরা বলেছেন, ফেব্রুয়ারির শান্তি চুক্তিতে এ বিষয়ে বিস্তারিত বলা আছে। তালেবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ ফরাসী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমাদের দেশ কারো বিরুদ্ধে ব্যবহার হবে না। এ নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়