শিরোনাম

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বলিভিয়ায় কোভিড রোগীর মৃত্যু সরাসরি দেখিয়ে বিতর্কের মুখে টিভি চ্যানেল

দেবদুলাল মুন্না:[২] কোভিড-১৯ রোগীর মৃত্যু সরাসরি দেখিয়ে বিপাকে পড়েছে একটি টিভি চ্যানেলের সাংবাদিকরা। বলিভিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা সান্তা ক্রজভিত্তিক পিএটি চ্যানেলে 'নো লাইস' নামক অনুষ্ঠানে এ দৃশ্য দেখানো হয় গত বৃহস্পতিবার। খবর আরটিএন নিউজ ও জি নিউজ

[৩] অনুষ্ঠানে দেখা যায়, শেষ মুহূর্তে চিকিৎসকরা মিলে ওই রোগীকে বাঁচানোর চেষ্টা করছেন।এই অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে অবহেলার চিত্র তুলে ধরার জন্য করোনা রোগীদের মৃত্যু দেখানো হয়।

[৪] এই বিষয়ে সরকারের দুর্নীতি তদন্তের কাজে নিয়োজিত কর্মকর্তা নাদিয়া ক্রুজ বলেন, এটি জাতীয় আইনে যে সব নির্দেশনা দেয়া হয়েছে সেটির পরিপন্থী। ওই টিভি চ্যানেলের এমন কাজ জাতীয় স্বার্থ ক্ষুন্ন করেছে। এই বিষয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন নাদিয়া ক্রুজ।

[৫] এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে বলিভিয়ার এল ডেবের ডে সান্তা ক্রুজ পত্রিকার সাংবাদিক মারিয়া ত্রিগো টুইট বার্তায় বলেন, কত সম্মানহীন একটি মৃত্যু। আমরা এই ভাইরাসের কারণে সহানুভূতিসহ অনেক কিছু হারিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়