শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদায়ন করা হলো পুলিশ সুপার পদ মর্যাদার বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের

রাজু চৌধুরী : [২] পদায়ন করা হয়েছে সিএমপি, চট্টগ্রাম রেঞ্জ ও রেলওয়ে পুলিশের ১২ কর্মকর্তা সহ ২১৫ পুলিশ সুপার পদ মর্যাদার বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের। পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে সিএমপির ট্রাফিক বিভাগের এডিসি নাজমুল হাসানকে। একই সাথে পিবিআই মেট্রোর পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে নাইমা সুলতানাকে।

[৩] বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পদায়ন করা হয়।

[৪] চট্টগ্রামে যাদের পদায়ন ও চট্টগ্রাম থেকে বদলী করা হলো তারা হলেন- সিএমপির ট্রাফিক বিভাগের (উত্তর) এডিসি নাজমুল হাসানকে পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। ২৪ তম পুলিশ ব্যাচের এ কর্মকর্তা চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, সিএমপির এডিসি ডিবি, এডিসি ট্রাফিক পদে চট্টগ্রামে কর্মরত ছিলেন।এছাড়া সিএমপির এডিসি পদে কর্মরত নাইমা সুলতানাকে পিবিআই চট্টগ্রাম মেট্রো'র পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

[৫] সিএমপির এডিসি জয়নুল আবেদীন, কামরুল ইসলাম, মনজুর মোরশেদ ও শাকিলা সুলতানাকে উপ কমিশনার পদে সিএমপিতেই পদায়ন করা হয়েছে।

[৬] বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন ও লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনকে সিএমপির উপ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

[৭] পুলিশ সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপারকে একই কর্মস্থলে পুলিশ সুপার (ক্যামান্ডেন্ট) পদে পদায়ন করা হয়েছে।

[৮] সিএমপির এডিসি মিজানুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার, আরেক এডিসি আরেফিন জুয়েলকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার পদে বদলী করা হয়েছে। চট্টগ্রাম ডিআইজি রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার আলমকে খুলনা রেঞ্জ অফিসে পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

[৯] এছাড়া চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলামকে সিলেট রেলওয়ে পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। আর এন্টি টেররিজম ইউনিট ঢাকার এডিসি সামছুল আলম আকন্দকে চট্টগ্রাম ডিআইজি রেঞ্জ অফিসে এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়